বিষন্নতার স্ট্যাটাস

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। বিষন্নতার স্ট্যাটাস –

মানুষের মন বড়োই অদ্ভুত। কখনো খুব ভালো যেমন হয় আবার কখনো ঠিক তেমনি অনেক খারাপ। আমাদের ভালো সময়ে আমাদের সুসময়ে অনেক মানুষ আমাদের পাশে থাকে। আমাদের সাহায্য করে। কিন্তু আমাদের ঠিক খারাপ সময়ে ঠিক কেউ আমাদের সাজায্য করে না।খারাপ সময়ে আপনি একদম একা হয়ে থাকবেন। আপনার জীবনের সুমসময়ে মানুষের অভাব হবে না।

আপনি দেখবেন আপনার ভালো সময়ে আপনার সুসময়ে আশেপাশে অনেক মানুষ থাকবে।যারা আপনাকে ভালো বলবে কিন্তু আপনার খারাপ সময়ে দেখবেন আপনার আশেপাশে কাউকে পাবেন না। ভালো সময়ে মানুষের অভাব হবে না কিন্তু আপনার যখন খারাপ সময় আসবে ,আপনার যখন দুর্দিন আসবে আপনি আপনার আশেপাশে কাউকে খুঁজে পাবেন না। তখন খুব একলা পরে যাবেন আপনি।

যখন আমাদের মন খারাপ হয় তখন আমাদের কারো সাথে কথা বলতে ইচ্ছা হয় না। ইচ্ছা হয় সকলের আড়ালে চলে যায়।কিন্তু ঠিক ইচ্ছা হয় কেউ আমাদের বুঝুক। আমাদের সাথে কথা বলুক। আমাদের দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করে নিক।মানুষ পড়িবারকে সবচেয়ে আপন মনে করে থাকে। কিন্তু আমাদের এই দুঃসময়ে আপনি আপনার পরিবারের মানুষকেও কাছে পাবেন না।

তাই মানুষ যখন বিষন্ন হয় তখন তাকে বুঝে নিতে হবে এই সময়টা সম্পূর্ণ তার নিজের।তখন পরিবারের মানুষেররাই তাকে দূরে ঠেলে দেয়।তার কাছে গিয়ে তার পাশে বসে হাতটি ধরে তার মনের কথা শুনা মানুষটিও পাশে পাবেন না আপনি।ধীরে ধীরে এই একাকিত্ব এবং বিষন্নতা আপনাকে দূরে ঠেলে দেয়।এই বিষন্নতাই আপনাকে ডিপ্রেশন এর দিকে নিয়ে যায়।

যখন বিষন্নতা আপনাকে পূরোপুরি ঘিরে ফেলে তখন আপনি ডিপ্রেশন নামক মহামারীতে আক্রান্ত হউন।এই ঘটনা কারো কাছে অজানা না।মানুষ যখন তার মনের কথাগুলো মনের কষ্টগুলো কারো সাথে প্রকাশ করতে না পারে তখন সেই ডিপ্রেশান এ আক্রান্ত হয়।

ডিপ্রেশান মানুষকে ধীর ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়।তাই কখনো জীবনযুদ্ধে একা একা পরিস্থিতি সামাল দিতে হয়। কিন্তু বিষন্নতা কিংবা ডিপ্রেশনে জীবনে চওড়াও হতে দিবেন না।এতে দিনশেষ এ ক্ষতি আপনারই হবে।আর কারো নয়!

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Topic: বিষন্নতার স্ট্যাটাস, বিষন্নতা স্ট্যাটাস, ইমোশনাল স্ট্যাটাস, আবেগি মন স্ট্যাটাস, আবেগি কষ্টের স্ট্যাটাস, মেয়েদের কষ্টের স্ট্যাটাস, কষ্টের ফেসবুক স্ট্যাটাস, কষ্টের স্ট্যাটাস ২০২১, নিঃসঙ্গতা উক্তি, নীরবতা নিয়ে উক্তি,

Related Posts

9 Comments

মন্তব্য করুন