আসসালামু আলাইকুম
বিসিএস এবং অন্যান্য সরকারি-বেসরকারি চাকরির প্রস্তুতির সুবিধার উপলক্ষ্যে তথ্য ও প্রযুক্তি বিষয়ের উপর প্রতিদিনের প্রশ্নোত্তর ধারাবাহিকের পর্ব- ১ এ স্বাগতম। আশা করি লেখাটি সকলের উপকারে আসবে ইং শা আল্লাহ।
আজকের লেখায় সর্বমোট ৪৫টি প্রশ্নোত্তর দেয়া হল।
১ বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় – ১৯৬৪ সাল।
২ বাংলাদেশে প্রথম কম্পিউটারটি রয়েছে – ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে।
৩ প্রথম বাংলা লেআউট – বিজয়
৪ আভ্র আবিষ্কার হয় – ২০০৩ সালে
৫ আভ্র আবিষ্কার করেন – ডা মেহদি হাসান
৬ বাংলাদেশের কম্পিউটার ভিত্তিক সংগঠন – বেসিস
৭ বাংলাদেশের কম্পিউটার ভিত্তিক প্রথম পত্রিকা – “কম্পিটার জগৎ”
৮ গঠনের উপর ভিত্তি করে কম্পিউটারের প্রকারভেদ – ৩ প্রকার
৯ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম কম্পিউটার – Sunway TaihuLight
১০ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার – মেইনফ্রেম কম্পিউটার
১১ মিনি কম্পিউটার – Midrange Computer
১২ PC – Personal Computer
১৩ প্রথম ল্যাপটপ প্রবর্তিত হয় – ১৯৮১ সালে
১৪ PDA – Personal Digital Assistance
১৫ প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যাবহৃত হয় – ভ্যাকয়্যুম টিউব
১৬ দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যাবহৃত হয় – ট্রানজিস্টর
১৭ তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যাবহৃত হয় – ইন্টিগ্রেটেড সার্কিট
১৮ সৌদি আরব সোফিয়াকে নাগরিকত্ব দেয় – ২০১৭ সালে
১৯ সোফিয়া বাংলাদেশে আসে – ২০১৭ সাল, ৫ দিসেম্বর
২০ অনলাইন ব্যাংকিং – e-banking
২১ 24/7 অর্থ – ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন
২২ বাংলাদেশে মোবাইল ব্যাংকিং চালু হয় – ২০১০ সালে
২৩ বাংলাদেশে মোবাইল ব্যাংকিং চালু করে – ডাচ-বাংলা ব্যাংক
২৪ বাংলাদেশে মোবাইল ব্যাংকিং – বিকাশ
২৫ টেলিব্যাংকিং – টেলিফোন ব্যাংকিং
২৬ বাংলাদেশে টেলিব্যাংকিং চালু করে – স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক
২৭ প্রথম প্রজন্মের কম্পিউটার – ENIAC, EDSAC
২৮ দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার – IBM-1401, IBM-1600
২৯ Computer শব্দটি এসেছে – গ্রিক শব্দ থেকে
৩০ আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট – দ্রুতগতি, নির্ভুলতা, সূক্ষ্মতা, স্বয়ংক্রিয়তা, বহুমুখিতা
৩১ কম্পিউটারের কি নেই? – নিজস্ব বুদ্ধিমত্তা
৩২ সর্বপ্রথম শুণ্য ব্যবহার করা হয় – ভারতবর্ষে
৩৩ সর্বপ্রথম দশভিত্তিক হিসাব পদ্ধতি চালু হয় – ভারতবর্ষে
৩৪ লগারিদম আবিষ্কার হয় – ১৬১৪ সালে
৩৫ স্লাইড রুল আবিষ্কার হয় – ১৬৩০ সালে
৩৬ Calculi শব্দের অর্থ – নুড়ি
৩৭ কম্পিউটারর জনক – চার্লস্ ব্যাবেজ
৩৮ আধুনিক কম্পিউটারের জনক – জন ভন নিউম্যান
৩৯ প্রথম কম্পিউটার প্রোগ্রামার – মহিলা ছিলেন
৪০ প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন – লেডি আগা অগাস্টা লাভলেস
৪১ প্রথম বৈদ্যুতিক কম্পিউটার – মার্ক-১
৪২ প্রথম বাইনারী গণিতভিত্তিক ইলেক্ট্রনিক কম্পিউটার – এবিসি কম্পিউটার
৪৩ প্রথম পুর্ণাংগ ইলেক্ট্রনিক কম্পিউটার – এনিয়াক-১
৪৪ বাণিজ্যিক ভিত্তিতে প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার – ইউনিভ্যাক-১
৪৫ প্রথম ট্রাঞ্জিস্টরভিত্তিক কম্পিউটার – TX-O
আজ এই পর্যন্ত। ফিরে আসব আগামী পর্বে আরো কিছু প্রশ্নোত্তর নিয়ে। ধন্যবাদ