আমরা সকলেই চাই মানুষের কাছে প্রিয় হতে। কিন্তু আমাদের মাঝে খুব কম সংখ্যক মানুষই অধিকাংশের প্রিয় হতে পারে। এর কারনটা গুটি কয়েকজন মানুষ ছাড়া সকলেরই অজানা। আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ সকলের মন জয় করে চলছে। আর কিছু মানুষ কারো সাথে চলতে পারে না। এর মূল কারন হচ্ছে ব্যক্তিত্ব।
আমরা মানুষকে বিচার করি তার ব্যক্তিত্ব দিয়ে। মানুষের ব্যক্তিত্বই মানুষ। মানুষের চিন্তা, অনুভূতি, দৃষ্টিভঙ্গি ও ব্যবহারই একজন মানুষকে যেমন সবার কাছে গ্রহনযোগ্য করে তোলে। তেমনি সবার থেকে দূরে সরিয়ে দিতে পারে।
আপনি যদি সবার কাছে প্রিয় হতে চান তাহলে আপনাকে ভালো ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। ভালো ব্যক্তিত্বের জন্য কিছু গুনাবলি থাকা আবশ্যক। আজকের কনটেন্টটিতে থাকবে এমন কিছু গুনাবলি নিয়ে যা আপনাকে একজন ভালো ব্যক্তিত্ববান মানুষ হতে সাহায্য করবে। চলুন তবে শুরু করা যাক-
১. একটি চিত্তাকর্ষক হাসি তৈরি করুন
সুন্দর একটি হাসি অন্যের মনে খুব সহযেই জায়গা করে দেয়। আকর্ষণীয় হাসি ভাল ব্যক্তিত্বের মানুষের বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি। তবে এই হাসি যেন কৃত্রিম না হয়। কেননা কৃত্রিমতা মানুষকে অগ্রহনযোগ্য করে তোলে। তাই এটি আপনাকে খুব সতর্কতার সাথে আয়ত্ত করতে হবে এবং নিজের অভ্যাসে পরিনত করে তুলতে হবে।
২. পোশাক পরিচ্ছদে গোছালো থাকা
অন্যের কাছে প্রিয় হতে হলে যে আপনাকে খুব দামি পোশাক পড়তে হবে এমনটা নয়। আপনি দামি পোশাক পড়েছেন কি কমদামি পোশাক পড়েছেন এটা তেমন কোন বিষয় না। তবে আপনি যে পোশাকটি পড়েছেন তা অবশ্যই পরিষ্কার এবং পরিপাটি হতে হবে।
৩. আত্মবিশ্বাসী হওয়া
আপনি যদি আত্মবিশ্বাসী হন তবে আপনি অনুভব করবেন যে লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। আত্মবিশ্বাসী লোকেরা নির্ভরযোগ্যতার স্পন্দন দেয়। এটি আপনাকে বন্ধুমহলে সকলের চেয়ে বেশি গুরুত্ববান করে তুলবে। আপনি যখন আত্মবিশ্বাস নিয়ে চলবেন তখন আপনার সামাজিক এবং যোগাযোগ দক্ষতায় একটি দুর্দান্ত উন্নতি হবে যা আপনাকে ভালো ব্যক্তিত্বের অধিকারী করে তুলবে।
৪. রাগকে নিয়ন্ত্রন করা
সুন্দর ব্যক্তিত্বের একটি উল্লেখযোগ্য গুন হচ্ছে রাগকে নিয়ন্ত্রন করা। রাগি মানুষ কেউই পছন্দ করে না। আপনি যদি খুব অল্পতেই অন্যের উপর রেগে যান তাহলে খুব সহযেই আপনি তার অপছন্দের ব্যক্তি হয়ে যাবেন।
৫. ভদ্রতা বজায় রাখা
চলাফেরা, চরিত্র ও ভাষাগত দিক দিয়ে যথাসম্ভব ভদ্র হতে হবে। সৎচরিত্রবান ও মিষ্টভাষি লোক খুব সহজেই অন্যের মন জয় করে নিতে পারে। একজন ভালো ব্যক্তিত্বের মানুষ কখনোই কারো সাথে বাজে ভাষায় কথা বলবে না। তাই এই বিষয়টিতে খুব গুরুত্ব দিতে হবে।
৬. অহংকার না করা
কথায় আছে “অহংকার পতনের মূল “। অহংকারী ব্যক্তি কাউকে সঠিক মূল্যায়ন করে না। তার নিজেকে সব সময় অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। কিন্তু এমন মানুষকে অন্য মানুষতো দূরের কথা স্বংয় আল্লাহ পছন্দ করেন না । তাই অন্যের প্রিয় হতে হলে অহংকার থেকে দূরে থাকতে হবে।