জীবন চলার পথে নানা বাধা-বিপত্তি মেনে নিতে হয় সেটা না পারলে কারোর পক্ষে আর বেঁচে থাকা সম্ভব হয় না।
তেমনি মৃত্যুর কাছে হেরে গেলেন এই কমবয়সী সুপারস্টার তিনি তার ক্যারিয়ারে মাত্র 34 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ।।
সুশান্ত ছিলেন একজন ভাবুক স্বভাবের লোক তিনি মিডিয়াতে নানা ধরনের লেখালেখি করেছেন কোন সময় কল্পবিজ্ঞান কোন সময় বা অন্য কিছু তিনি 2002 সালে তার মাকে হারিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনেক কষ্ট পেয়েছেন তিনি তার জীবনের শেষ পোস্ট ইনস্টাগ্রামেও কথা তুলে ধরেছেন।।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং।।
সুশান্ত সিং হতাশাজনক চিকিৎসা নিচ্ছিলেন কারণ তার মৃত্যুর পর তার বাড়িতে পুলিশ গিয়ে ওই ধরনের কাগজপত্র প্রেসক্রিপশন হিসেবে পেয়ে থাকেন তাই এই ঘটনা সমস্ত কিছু বিবেচনা করে পুলিশ বলেছে এটা সম্পন্ন একটি আত্মহত্যা।।
সুশান্ত সিং দিল্লি কলেজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নাম একটা কলেজে ভর্তি হন সেখান থেকে তার পরে তিনি নাচ শেখে এবং একটি থিয়েটারে ভর্তি হন
বলিউডের সুশান্তর ছিল একটি শক্ত অবস্থান যেখানে তিনি অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন এবং সুন্দর পারফরম্যান্স দেখিয়েছেন সুশান্ত সিং সম্পন্ন ছিলেন একটি রোমান্টিকতা নায়ক।।
শুসান্ত প্রথম অভিনয় থিয়েটারে কাজ করে ন আস্তে আস্তে তিনি ছবিও নাটকে অভিনয় করেন তারপর থেকে তিনি দাবি করেন অন্যান্য কিছু অভিনয় করার জন্য তিনি অভিনয় করে দর্শক কে অনেক অনেক আনন্দ দিয়েছেন এবং অভিনয়ের জন্য তিনি নানা ধরনের প্রশংসা পেয়েছেন।
সুশান্ত কে প্রথমে দেখা দেয় ই রিসতা নামে একটা ধারাবাহিক নাটক দিয়ে সেখানে তিনি অভিনয় করেছিলেন আর সেখান থেকে তার টিভির পর্দায় আসা।
তাছাড়া সুশান্ত সেন বৃহস্পতি সিনেমাতে অংশগ্রহণ তার মধ্যে কিছু উল্লেখযোগ্য সিনেমা হল কেদারনাথ, পিকে ইত্যাদি ইত্যাদি সিনেমাতে তিনি অংশগ্রহণ করেছেন।।
তো এই কম বয়সি ব্লকবাস্টারের মৃত্যুতে বলিউডের প্রায় অনেকেই শোকাহত আমরা চাই এমন কোন ব্লকবাস্টার অথবা স্টার যেন কোনোভাবেই এমন আত্মহত্যা না করে ।।
মানুষ মাত্রই ভুল আর মানুষের জীবন মাত্রই ঝামেলা সুতরাং সকল ঝামেলা এড়িয়ে চলতে হবে এবং সকল ধরনের বাধা-বিপত্তি কে মেনেই এগিয়ে চলতে হবে আমাদের জীবনকে