প্রথমে আমাদের জানতে হবে ব্লগস্পট কি ? চলুন আগে জেনে নিই –
ব্লগস্পট হলো একটি ফ্রি প্লাটফর্ম ,যেখানে আমরা ব্লগ বানাতে পারি ,অনেক সহজে ।
এটা গুগলের একটা প্লাটফর্ম । যেখানে আমরা অনেক সহজে একটা ব্লগ খুলতে পারি । চালাতে পারি ।
ব্লগস্পট ডট কম মুলত একটি ডোমেইন । ডোমেইন হলো একটা নাম । এটি নাম ছাড়া আর কিছুই না ।
হয়তো অনেকের মনেই এরকম প্রশ্ন থাকতে পারে । আমার মনে ছিলো ।
ব্লগস্পট দিয়ে কি এফিলিয়েট মার্কেটিং করা যায় ?
এর উত্তর হলো আপনি যখন গুগলে সার্চ করবেন তখন দেখবেন কোনো ওয়েবসাইট কি ব্লগস্পট ডট কম দিয়ে তৈরী করা হয়েছে ? আপনি যদি গুগলের সার্চের থেকে ১০০ টি ওয়েবসাইট ও নিয়ে নেন তাহলে কিন্তু ব্লগস্পট ডট কম নাম দিয়ে কোনো ওয়েবসাইট পাবেন না ।
যদি আপনারা ডোমেইন কিনে নিয়ে ব্লগস্পট ডট কমে লাগিয়ে দেন তাহলে কি এফিলিয়েট মার্কেটিং করা যাবে ?
এর উত্তরে বলবো , যদি আপনি চান করতে পারেন , তবে আপনি সুযোগ সুবিধা কম পাবেন । কারন আমরা ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটে অনেক প্লাগিন পাওয়া যায় , যেগুলো আমাদের অনেক কাজে আসে , কিন্তু আমাদের ব্লগারে এরকম প্লাগিন পাওয়া যায় না । আপনারা চাইলে এখানে এডসেন্স লাগাতে পারেন কিন্তু এফিলিয়েট মার্কেটিং করা টাপ হয়ে যাবে ।
আপনার যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন উত্তর দেয়ার চেষ্টা করবো ।
আর আপনারা আমাদের ওয়েবসাইট টি ঘুরে দেখবেন সকল বিষয়ে আর্টিকেল পাবেন ।