বর্তমান সময়ে লেখালেখির প্ল্যাটফর্ম গুলো অনেক বিস্তৃত। যে কেউ চাইলে অনায়াসে যেকোন বিষয় নিয়ে লিখতে পারে। যদি আপনি অন্য কোন বিষয়ের উপর দক্ষ না হন। তবে আপনি চাইলে বিভিন্ন খবরা-খবর গুলো লিখে পোস্ট করে টাকা ইনকাম করতে পারবেন। বিশেষ করে আমাদের সমাজে এখন ভাইরাল খবর গুলো নিয়ে মাতামাতি হয় অনেক বেশি। আমরা চাইলেই এইসব ভাইরাল খবর গুলো বিভিন্ন অনলাইনে কিংবা অফলাইনে যেকোন সাইটে একটু গুছিয়ে গাছিয়ে লিখলে, সামান্য পরিশ্রমে কিছু অসামান্য আয় করা সম্ভব।
যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে অন্যরকম এক মাধ্যম। আমরা প্রায়ই দেখে থাকি, ফেসবুক কিংবা টুইটারে প্রায় সবাইই লেখালেখি করছে। ভাইরাল খবর কিংবা কোন নিউজ সবার আগে সামাজিক মাধ্যম এই আকাশের তারার মত চমকায়। কিন্তু ফেসবুক কিংবা টুইটারে লিখে আমরা কি টাকা উপার্জন করতে পারি? আপনাকে শুধু প্ল্যাটফর্ম টা চেঞ্জ করতে হবে।
আপনি জানেন কি, এই সব ভাইরাল খবরের জন্য অনলাইন প্ল্যাটফর্মের অনেকগুলো সাইট উৎসুক হয়ে বসে থাকে। কারণ মার্কেটে এর কদর অনেক বেশি।
তাই চাইলে যে কেউ এই খবরা খবর গুলো সাধারণভাবে একটু গুছিয়ে লিখে, পোস্ট করে ইনকাম করতে পারেন।কারণ এই লেখাগুলো যখন আপনি কোন প্রফেশনাল ওয়েব সাইটে লিখবেন তখন অবশ্যই আপনাকে এর বিনিময়ে অর্থ প্রদান করা হবে। আর অর্থ আমরা কে না চাই। আমাদের ব্যক্তিজীবনের সবারই অর্থের প্রয়োজন। অর্থের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত। তাই ভাইরাল খবর গুলো, সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার কৌশল যদি আপনার জানা থাকে, তবে আপনিও শুধুমাত্র এই ভাইরাল খবর গুলো পোস্ট করে টাকা ইনকাম করতে পারবেন।
এখন কথা হল কোথায় পোস্ট করবেন:
ভাইরাল খবর গুলো পোস্ট করার জন্য আমরা সর্বপ্রথম বেঁচে নেই ফেসবুক কিংবা টুইটারকে/অবশ্য সেখানে এই খবরগুলো প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্টস পায়/কিন্তু ভেবে দেখুন এতে লাভ কার। আপনি কি এর বিনিময়ে কোন কিছু লাভবান হচ্ছেন। তার উত্তর একদম সরাসরি না। তাহলে কোথায় পোস্ট করলে আপনি লাভবান হবেন। আসুন জেনে নেওয়া যাক।
- অনলাইন নিউজ পোর্টাল।
- ডিজিটাল বাংলা
- আগাছা
- বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট
- যে আইটি ডট কম
- হট নিউজ অল
- গ্রাথর ডট কম
উল্লেখিত প্রতিটি ব্লগ ওয়েবসাইটে কিংবা নিউজ পোর্টালে আপনি খবরা-খবর লিখতে পারবেন। এখানে রয়েছে প্রচুর পরিমাণ অনলাইন ভিউয়ার। এবং সেই সাথে রয়েছে ইনস্ট্যান্ট কিছু বনাস মানি। আপনি খুব সহজে এখানে রেজিস্ট্রেশন করে, এখানকার একজন মেম্বার হয়ে আপনি প্রতিনিয়ত খবরা-খবর পোস্ট করতে পারবেন। তাতে একদিকে আপনার আর্থিক ভাবে আপনি কিছুটা সচ্ছল হবেন, অন্যদিকে আপনার নতুন এক অভিজ্ঞতা সঞ্চয়ের হয়ে যাবে।
কারা লিখবেন:-
আমাদের অনেকেরই স্বপ্ন থাকে লেখালেখি করার।কিন্তু আমরা চাইলেই সবাই যে কোন বিষয় নিয়ে লিখতে পারিনা। আবার চাইলেও কেউ সাংবাদিক হয়ে যেতে পারি না। আবার কারো কারো মাঝে প্রতিভা থাকলে ও থাকেনা হাতে সময়। বর্তমান যুগে এই অসহায় কঠিন জিনিস গুলো কে খুব সহজে আমরা করে ফেলতে পারি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে। আপনি যদি ডিজিটালি চিন্তা করেন, তবে লেখালেখি করাটা আপনার কাছে এখন কোন ব্যাপারই না। আপনি অনায়াসে একটু চেষ্টা করলে মোটামুটি ভালো মানের লেখা দেখে ফেলতে পারবেন। দেখতে দেখতে এক সময় হয়তো আপনিও প্রফেশনাল রাইটার হয়ে যাবেন। সুতরাং লিখতে হলে আপনার কিছু গুণাবলী থাকতে হবে।
আসুন গুণাবলীগুলো জেনে নেওয়া যাক:
- ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার যোগ্যতা।
- প্রচুর পরিমাণে পড়া এবং লেখার অভ্যাস
- লেখালেখির প্রতি ভালোবাসা
- লেখক হওয়ার স্বপ্ন
- কিছু সময় ব্যয় করার মতো সাহস
- ইন্টারনেট কানেকশন
- ডিজিটাল ফোন কিংবা ল্যাপটপ থাকতে হবে
- অর্থ আইয়ের ইচ্ছা।
- যেকোনো একটি ওয়েবসাইটের সদস্য।
মোটামুটি এসব গুণাবলী গুলো আপনার মাঝে থাকলেই আপনি মোটামুটি ভাবে লেখালেখি শুরু করতে পারেন।
আমাদের আশেপাশে প্রতিদিন নানান ধরনের ঘটনা ঘটে থাকে।প্রায় সব ঘটনাই নিউজপেপারে কিংবা টেলিভিশনে আসেনা।অনেকেই উদ্যোক্তা হয়ে কিছু কিছু ঘটনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে নিয়ে আসেন। আর সেইসব ঘটনাগুলো হয়ে যায় ভাইরাল।আর এই সমস্ত ভাইরাল ঘটনাগুলি আপনি সংগ্রহ করতে পারেন। অনলাইনে এগুলোর অনেক কদর।যেটা আপনি আস্তে আস্তে অনুভব করতে পারবেন।আপনি ঐ সমস্ত ঘটনা গুলো সুন্দর ভাবে গুছিয়ে একটু উপস্থাপন করতে পারলেই আপনি মোটামুটি ডিজিটাল দুনিয়া থেকে ডিজিটাল ইনকাম করা শুরু করে দিতে পারবেন। অনেকেই এখন এটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছেন। একই জিনিসের কেউ অডিও কনটেন্ট আবার কেউবা ভিডিও কনটেন্ট/আবার অনেকে আর্টিকেল ডেভলপমেন্টের কাজেও সফলতা দেখিয়েছেন/সুতরাং চাইলে আপনারাও করতে পারবেন/আসলে এটি অনলাইনে আর্টিকেল রাইটিং এর সবচেয়ে সহজ একটি পদ্ধতি।
তাই আমি এটিকে নতুন ফিচার হিসেবে উল্লেখ করেছি। এটি আমাদের জন্য একটু সুবর্ণ সুযোগ। আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে অনলাইন থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারি। সুতরাং অনলাইনে নিউজ পোস্ট করে ও টাকা ইনকাম করা যায় এটি এখন এক চরম বাস্তবতা। চাইলে আপনারাও শুরু করে দিতে পারেন।ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে আপনারাও চাইলেই যে কোন খবরা-খবর ডিজিটাল মাধ্যমে প্রকাশ করতে পারবেন।