ভীতিকর না হয়ে যৌথ পরিবার হোক প্রীতিকর

আগের দিনের বড় পরিবারগুলোর কথা মনে পড়ে ?যেই পরিবার গুলোতে দাদা,দাদি, নাতি,নাতনি,বাবা মা সবাই একসাথে মিলেমিশে থাকতো | কিন্তু সময়ের বিবর্তনে যৌথ পরিবার গুলো ভেঙে একক পরিবারে পরিণত হচ্ছে দিন দিন | অনেকের কাছেই হয়তো এর কারণ অজানা | কিন্তু এর প্রধান কারণ হতে পারে প্রয়োজনের তাগিদে অথবা একই পরিবারে থেকে মিলমিশ না হবার কারণে |

কালের বিবর্তনে মানুষের চাহিদা বেড়েছে অনেকখানি | সে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের মন মানসিকতা | এখনকার পরিবারগুলো অনেকখানি প্রাণহীন বললেই চলে | সবাই একসাথে থাকলেও একজনের বিপদে অন্যজন এগিয়ে আশা অথবা সব কিছু মানিয়ে নেয়ার প্রবণতা কমে এসেছে অনেকাংশে | যার কারণে খুব সহজেই ভেঙে যাচ্ছে বড় পরিবারগুলো | আবার অনেকেই কর্মক্ষেত্রের প্ৰয়োজনে পরিবার নিয়ে আলাদা হয়ে যাচ্ছে |

তবে একসাথে থাকতে গেলে পরিবারের প্রতিটি সদস্যের একজন অন্যজনের প্রতি সহযোগিতার মনোভাব থাকতে হবে | একজন অন্যজনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে | পরিবারে বড় যারা আছেন তাদের উচিত ছোটদের যাদব কায়দা শিখিয়ে দেয়া | তারা কোনো কিছু না পারলে সেটা নিয়ে তিরস্কার না করে তাকে কাজটি শিখাতে সাহায্য করতে হবে |

ঠিক একইভাবে পরিবারের ছোটদের বড়দের প্রতি সম্মানজনক ব্যবহার প্রদর্শন করতে হবে | তারা কোনো কিছু বললে সেটি মেনে চলতে হবে |

কোনো সদস্যদের মাঝে ভুল বুঝাবুঝি হলে বাকি সদস্যদের উচিত সেটির সমাধান করা |

মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে সকলের সাথে সকলের চাওয়া পাওয়া ,বাচনভঙ্গি, মনোভাব কখনোই মিলবে না | কারণ মানুষ সকলে যেমন ভিন্ন তেমন ভিন্ন তাদের মনোভাব | তাই প্রতিটি সদস্যের প্রতি সদস্যের চাওয়া পাওয়া দৃস্টিভঙ্গিকে সম্মান জানাতে হবে |

একজন সুখ দুঃখে অপরজন পাশে থাকতে হবে |

একে ওপরের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে | তাহলেই যৌথ পরিবার ভীতিকর না হয়ে হবে আনন্দময় ও সুখকর |

Related Posts