Cheap price backlink from grathor: info@grathor.com

মজার প্রশ্নের মজার উত্তর || ১০ টি মজার ধাঁধা এবং উত্তর || ব্যাখ্যা সহ ধাঁধা

আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা রাখছি সবাই বরাবরের মত ভালোই আছেন। নতুন একটি আর্টিকেল নিয়ে চলে আসলাম আবারও। মজার মজার সব ধাধা এবং উত্তর নিয়ে থাকছে আজকের আর্টিকেলটা। যদি আপনিও এসব মজার মজার প্রশ্ন এবং উত্তর গুলোর সম্পর্কে জেনে নিতে পারেন তবে আপনিও আপনার বন্ধুদের কিংবা অন্য কাওকে এসব মজার প্রশ্ন করতে পারেন। অনেক কথা হয়ে গেলো চলুন মূল টপিকে ফেরা যাক –

মজার মজার প্রশ্ন এবং উত্তরঃ

১. জ্বলে কিন্তু পুড়ে যায় না,
বলো তো কোন প্রাণী সে?
উত্তরঃ জোনাকি ।
ব্যাখ্যাঃ জোনাকি জ্বলে কিন্তু পুড়ে যায় না। এটা তার স্বভাব।
২. ঠেলে দিলে মেলে যায়,
ছেড়ে দিলে ঢেকে যায়, বলো তো সেটা কি?
উত্তরঃ ছাতা ।
ব্যাখ্যাঃ ছাতা ঠেলে মেলতে হয়, এই জন্য ঠেলে দিলে মেলে যায়, আর ছেড়ে দিলে ছাতা ঢেকে যায়, যার জন্য বলা হয়েছে ছেড়ে দিলে ঢেকে যায়।

৩. এমন কি জিনিষ যেটা যে কেনে সে ব্যবহার করেন না, আর যে ব্যবহার করে সে কেনে না?
উত্তরঃ মৃত ব্যক্তিকে ঢেকে দেওয়ার সাদা কাপড়।
ব্যাখ্যাঃ মৃত ব্যক্তিকে ঢেকে দেওয়ার জন্য কেনা সাদা কাপড় যিনি কেনেন তিনি জীবিত তাই তিনি এটা ব্যবহার করেন না, আর যিনি মৃত তিনি সাদা কাপড় কিনতে পারেন না কারণ সে যে মৃত।
৪. এমন কোন জিনিস যেটা চলে কিন্তু হাঁটতে পারে না?
উত্তরঃ ঘড়ি।
ব্যাখ্যাঃ ঘড়ি সারাদিন চলে কিন্তু সে হাঁটতে পারে না।

৫. এমন কোন জিনিস যেটা বছরে আসে আবার মাসে যায়, দিনে খায়না তো রাতে খায়?
উত্তরঃ মুসলিমদের রোজা।
ব্যাখ্যাঃ বছরে আসে একবার আবার মাসে যায়, দিনে রোজা থাকায় খায়না মানুষ কিন্তু রাতে খায়।
৬. এমন একটি জিনিস যেটা মরার পর তার দাম বেড়ে যায়। জিনিষ টা কি?
উত্তরঃ হাস মুরগি।
ব্যাখ্যাঃ একটি পুরো মুরগির দাম যদি ১০০ টাকা হয়ে থাকে তবে সেটা পিস করে দেওয়াতে তার দাম হবে ১৪০ টাকার মতো।

৭. একটি বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলেও কাউ কে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু কেন?
উত্তরঃ কাউ ইংরেজি শব্দ যার বাংলা গরু।
ব্যাখ্যাঃ সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু কাউ কে ঢুকতে দেওয়া হয়নি, এখানে কাউ মনে গরু, তাই গরুকে ঢুকতে দেওয়া হয়নি।
৮. এমনটা একটা জিনিষ আছে যেটা জন্ম থেকে বুড়ো?
উত্তরঃ আমাদের হাতের বৃদ্ধা আঙুল।
ব্যাখ্যাঃ আমাদের জন্মের পর থেকেই বুড়ো আঙুল রয়েছে, তাই এই ভবর্থে প্রশ্নটি করা হয়েছে।

৯. সোজা করলে চার পায়ে হেঁটে যায়,
আর উল্টে দিলে মানুষ তার পূজো করে, কি হতে পারে?
উত্তরঃ Dog
ব্যাখ্যাঃ সোজা করলে হয় Dog অর্থাৎ কুকুর যেটি চার পায়ে হাটে আর উল্টে দিলে হয় God অর্থাৎ ভগবান যাকে মানুষ পূজো করে।
১০. মেয়েদের কোন উট বললে মেয়েরা খুব খুশি হয় কেন?
উত্তরঃ কিউট
ব্যাখ্যাঃ কিউট বললে মেয়েরা বেশি খুশি হয়।

বন্ধুরা আসা করছি এই ১০ টি মজার ধাঁধা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করবেন, আল্লাহ হাফেজ।

Related Posts

24 Comments

  1. ১. জ্বলে কিন্তু পুড়ে যায় না,
    বলো তো কোন প্রাণী সে?
    উত্তরঃ জোনাকি ।

    ai dada ta sei rokom hoyce

  2. আপনার এই পোস্টটা অনেক ভাল লাগসে। আশা করি আগামীতে এই রকম পোস্ট আরো লিখবেন। ধন্যবাদ !

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No