মধ্যবিত্ত জীবনের কিছু অলিখিত ও সাধারণ নীতি।

বাংলাদেশের মত গরীব দেশগুলোর মোট জনসংখ্যার একটা বিরাট অংশ হলো মধ্যবিত্ত শ্রেণির জনগণ। আর আমরা জানি মধ্যবিত্ত মানেই, “কোনোও রকমে নিজের মান সম্মান বজায় রেখে, চারটা ডাল ভাত খেয়ে, সবার সাথে সু-সম্পর্ক বজায় রেখে জীবন সমুদ্র পাড়ি দেয়ার একটা আপ্রাণ প্রয়াস”।

যেহেতু, আমি নিজে একটি মধ্যবিত্ত পরিবারের সদস্য। তাই আমি খুব ভাল ভাবেই জানি মধ্যবিত্ত পরিবারগুলো ভাগ্যের কতটা নির্মম পরিহাসের শিকার। সেই ভাগ্য বিড়ম্বিত মধ্যবিত্ত শ্রেণির মানুষগুলো সসম্মানে বেঁচে থাকার জন্য কি কি করে থাকে আজকে আমি তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি সবাই বিষয়টি পজিটিভলি নিবেন।

মধ্যবিত্ত পরিবার মানে –

  1. পরিবারের সকলের জন্য কোন উৎসব পার্বণেই কেবল নতুন জামা – কাপড় কেনা।
  2. জামা – কাপড়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। নিজের ব্যাবহার শেষে ছোট ভাই বা বোনকে দিয়ে দেওয়া কিংবা ঘর মোছার কাজে ব্যবহার।
  3. অপচয় রোধে টুথপেস্ট কিংবা তেলের বোতলের শেষ বিন্দু পর্যন্ত ব্যবহারের চেষ্টা চালিয়ে যাওয়া।
  4. জুতো স্যান্ডেল যতদিন সম্ভব সেলাই করে ব্যবহার করা।
  5. ছেলে মেয়ের বিয়ে হলো মধ্যবিত্ত পরিবারে সব থেকে বড় আয়োজন। বাবা মা তাদের সারা জীবনের সঞ্চয় ছেলে মেয়ের বিয়েতে খরচ করতে চেষ্টা করেন।
  6. একটু ঠাণ্ডা জ্বর বা কাশি হলে গরম পানি দিয়ে লেবু চা খাওয়া এবং খুব শীঘ্রই সুস্থ্য হয়ে যাবো এটা বিশ্বাস করা।
  7. বাজারে কিছু কিনতে গেলে দেখতে যেমনই হোক, প্রথম চিন্তায় আসে “জিনিসটা কত দিন টিকবে”।
  8. পরিবার নিয়ে ঘুরতে যাওয়া বা “ফ্যামিলি ট্রিপ” মানে হলো কোনো আত্মীয় বাড়ীতে বেড়াতে যাওয়া।
  9. নতুন কাঁচের প্লেট, জগ, চা কফির মগ ইত্যাদি শুধু মাত্র অতিথীদের জন্যে।
  10. সন্তানের পড়াশোনার জন্য প্রথম পছন্দ সরকারি স্কুল, সরকারি কলেজ এবং পাবলিক ইউনিভার্সিটি।
  11. কেউ অসুস্থ্য হলে তাকে প্রথমে সরকারি হসপিটালে ভর্তির চেষ্টা।
  12. ডাক্তার ওষুধ লিখছে তিন মাসের, “আচ্ছা আগে এক সপ্তাহেরটা কিনে খাই দেখি সুস্থ্য হই কিনা”।
  13. কর্মজীবনে সরকারি চাকরির বাইরে অন্য কিছু চিন্তা করা অপরাধ।
  14. কারো সঙ্গে প্রেমের সম্পর্ক হলে বাড়িতে সেটা কোনোভাবেই জানতে দেওয়া যাবে না।
  15. টিভিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাংলা ধারাবাহিক নাটক দেখা।
  16. দোকানে গিয়ে কোনো কিছুর আগে তার মূল্য জানতে চেষ্টা করা।
  17. ঘরের মধ্যে সারাদিন কি ঘটে সেটা সন্ধ্যা বেলা ফোন করে আত্মীয়দের বলা।
  18. ইন্টারনেট কি এমবি প্যাকেজ নাকি জিবি পাকেজ কিনবো? আচ্ছা! এক সঙ্গে ত্রিশ দিনের প্যাকেজ নাকি সাত দিনের প্যাকেজ কিনবো?
  19. সাধারণত নিজে ব্যাবহারের জন্য স্যামসাং স্মার্টফোন এবং সেই ফোনে অবশ্যই ইমো অ্যাপ থাকবে।
  20. ভবিষ্যৎ বিপদের কথা ভেবে অল্প অল্প টাকা জমানোর চেষ্টা করা।
  21. সন্তানের লেখার জন্য এক সঙ্গে কয়েক দিস্তা করে খাতা এবং হাফ ডজন কলম কেনা।
  22. বড়লোক আত্মীয় – স্বজনকে অতি সাবধানতার সাথে বা সন্তর্পনে এড়িয়ে চলা।
  23. প্রয়োজনে সময় কারো কাছ থেকে টাকা ধার চাইবার আগে কম করে হলেও দশ বার চিন্তা করা।
  24. একটি পানির মগ বছরের পর বছর ধরে ব্যবহার করা।
  25. ন্যাশনাল ব্র্যান্ডের সিলিং ফ্যান মাথার উপর পনের বিশ বছর ধরে ঘুরতে থাকা।

এই হলো মধ্যবিত্তদের বাস্তব জীবন। আল্লাহ্‌ আমাদের হালাল কামাই এর মাধ্যমে সাচ্ছন্দে জীবন যাপনের তৌফিক দিন, আমীন।

Related Posts

10 Comments

মন্তব্য করুন