বেস্ট লাইফ স্টাইল 2022: আমরা প্রতিটি মানুষ সুখী ও সমৃদ্ধ শালী হতে চাই। কিন্তু কোথায় সুখ আর কোথায় সেই সুখের ঠিকানা সেটি খুঁজতে খুঁজতেই অনেকদিন পর হয়ে যায়। তবুও হয়তো কেউ কেউ পেয়েছেন সেই সুখের দেখা আবার হয়তো কেউ কেউ এখনো রয়েছেন মায়াকান্নায়। সুখী হতে হলে আগের সুখ কি সেটা বুঝতে হবে। সুখ যদি আপনি বুঝতে না পারেন তবে কিভাবে আপনি সুখী হওয়ার কামনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সুখ হল একটি কল্পনা। সুখী জীবন একটি কামনার বস্তু। এস কে নিয়ে রয়েছে হাজারো গল্প হাজারো মন্তব্য ও সৃষ্টিশীল বর্ণনা। আবার রয়েছে জীবন নিয়ে হতাশার কথা।
এই জীবনে কত স্তর, যা আমরা সময় সাপেক্ষে ভাগ করে থাকি। এই পৃথিবীতে কেউ আমরা উচ্চবিত্ত, কেউ বা মধ্যবিত্ত, কেউ আবার নিম্নবিত্ত। আসলে জীবনটা বৃত্তের মধ্যে আটকে গেছে। আমরা সেই বৃত্ত থেকে বেরিয়ে আসার শত চেষ্টা করলেও সমাজ আমাদের সেই বৃত্তের মাঝেই বন্দী করে রাখে। সময় এখন মানুষের সবচেয়ে বড় দুশমন। সময়ের সাথে যুদ্ধ করে জয় লাভ করা বড় বীরত্বের বিষয়টা। কজনের জিতেছে আর কজন হেরেছে তা জীবন অংকের পাতায় পাতায় লেখা রয়েছে। লেখা রয়েছে হাজারো ইতিহাস। বলছি মধ্যবিত্ত জীবনের কথা।
আমরা যারা মধ্যবিত্ত:
মধ্যবিত্ত মানুষ ও মধ্যবিত্ত মননশীলতা আমাদেরকে এখনো মধ্যবিত্ত করে রেখেছে। আসলে সুখ উচ্চবিত্ত কিংবা নিম্নবিত্তের ভিতর খুঁজতে গিয়ে আমরা কখন যে মধ্যবিত্ত হয়ে গেছি তা আমরা নিজেরাও জানিনা। তবুও এই মধ্যবিত্ত জীবন নিয়ে হাজারো অসন্তুষ্টি থাকলেও কিছু সন্তুষ্টির কথা আমার ব্যক্তিগত অভিমত থেকে তুলে ধরলাম।
- আমরা মধ্যবিত্তরা, দুবেলা খেয়েও ভালো থাকার চেষ্টা করি
- হাজার অভিযোগ থাকলেও আমরা সম্মান নিয়ে বেঁচে থাকতে পছন্দ করি
- আমাদের স্বপ্নগুলো লিমিটেড
- আমরা বাইক চালিয়ে মারসিটিস চালানোর 7 উপভোগ করি
- আমরা কায়িক পরিশ্রমে অনেক দুর্বল/তবে মানসিক চিন্তায় উন্নতশীল জীব
- আমাদের লজ্জা এবং শরম দুটোই আমাদের সবচেয়ে বড় সম্পদ
- সম্মান হারানোর ভয়ে আমরা মাটির দিকে চেয়ে চলাফেরা করি
- সব সময় কোলাহল থেকে দূরে থাকি এবং ভালবাসার প্রতি বেশি ঝুঁকে থাকতে পছন্দ করি
- অল্প টাকায় ভালো জিনিস কেনার চেষ্টা আমাদের পৈত্রিক অধিকার
- আমরা নিজেরাই একটি বলয় সৃষ্টি করি এবং সেই বল এর ভিতরেই পুরো জীবনটা কাটিয়ে দেই।
- আমাদের কথাগুলো, অনেক দামী কথা হয়।সেজন্য যেখানেই মধ্যবিত্ত নিয়ে কথা বলি সেখানেই সবচেয়ে বেশি লাইক এবং কমেন্ট পড়ে।
- আমরা দেড়শ টাকার গেঞ্জি পরেও তৃপ্তি লাভ করে থাকি/
- বছরে একবার শপিং করা আমাদের ক্যাপাসিটি
- অল্প টাকায় সন্তুষ্টি লাভ আমাদেরকে বড় বেশি শান্ত করে তুলেছে।
- অন্যায় ও জুলুম থেকে আমরা সর্বদাই দূরে থাকার চেষ্টা করি
তবুও মাঝে মাঝে খারাপ লাগে যখন দেখি মধ্যবিত্ত বলে আমাদের কেউ অপমান করে। তখন মনটা খারাপ হয়ে যায়। তবুও হাজারো অনুযোগ অভিযোগ নিয়ে আমরা বেঁচে থাকি। কারণ আমরা মধ্যবিত্ত।
পরিশেষে বলা যায়, তবুও আমরা সুখী, উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত যতই থাকুক, মধ্যবিত্তের মাঝেই আমরা পূর্ণাঙ্গ সুখ খুঁজে পাই। কারণ মধ্যবিত্ত বলে আমরা কখনোই, উচ্চবিত্ত নিম্নবিত্ত সকল বৃত্তকে সমানভাবে ভালবাসি। আর এই জিনিসটাই আমাদেরকে বড় বেশি সুখ দেয়।