মন খরাপ না করে নিজেকে জাতির সামনে ফুটিয়ে তুলুন!

আসসালামু আলাইকুম! প্রিয় বন্ধুগন আপনারা সকলে কেমন আছেন,, আশা করি ভালো আছেন আল্লাহ তায়ালা এর অশেষ রহমতে, আমি ও আল্লাহ তায়ালা এর অশেষ রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ।
তো বন্ধু গন আমি আজ আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করবো, তাহলো, কীভাবে নিজেকে ফুটিয়ে তুলবেন জাতির সামনে।

মানুষের সভাবগত লোভ, মানুষ সুন্দরের প্রতি আকৃষ্ট, মানুষের সভাব,।
তো আপনি মনে করছেন, আপনি সুন্দর হয়ে, নিজেকে জাতির সামনে ফুটিয়ে তুলতে পারবেন,। না না না।
তবে হা আপনি যদি সুন্দর হয়ে থাকেন, কিছু মানুষ আপনাকে মোহাব্বত করবে ঠিক , কিন্তু সাময়ীক সময়ের জন্য, তার পরেও যোগ্যতার ভালোবাসার, আর সুন্দরের ভালোবাসার মাঝে আকাশ, যমিন পারর্থক্য।
যে আপনাকে সুন্দরের কারণে মোহাব্বত করবে, তার মোহাব্বত এর সময় সিমা হলো। আপনার সুন্দরতা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত। তো কথা হলো আপনি কি সুন্দর হয়ে নিজেকে জাতির সামনে ফুটিয়ে তুলতে পারবেন,।
নিজেকে জাতির সামনে ফুটিয়ে তুলতে হলে আপনাকে, প্রকৃত সত্য যোগ্যতা অর্জন করতে হবে।
আমরা মনে করি নিজেকে জাতির সামনে ফুটিয়ে তুলতে হলে প্রচুর অর্থ সম্পদ প্রয়োজন, ক্ষমতা প্রয়োজন, অনেক শক্তির প্রয়োজন।
এই বিষয় গুলো কিচ্ছু প্রয়োজন নাই। যদিও আমি কিছুক্ষন ধরে নিলাম, তা সত্যি, কিন্তু তা কতক্ষন পর্যন্ত,? , যতক্ষণ তোমার মাঝে, সম্প,, ক্ষমতা, শক্তি, তা যতক্ষণ থাকবে,, ততক্ষণ, তার সম্মান থাকবে, তার মানি তোমার এগুলো কিছুক্ষণের জন্য,তোমার সম্মান ও কিছুক্ষের জন্য।

হে আমার তুমি প্রকৃত ভাবে জাতির সামনে ফুটিয়ে তুলতে চাইলে তোমাকে, সত্যি কারের যোগ্যতা অর্জন করতে হবে।
একন তোমাকে জানতে হবে, সত্যি কারের যোগ্যতা কি?
সত্যি কারের যোগ্যতা হলো, কোরআন,হাদীস এর যোগ্যতা, মানুষকে সঠিক পথে পরিচালোনার করার যোগতা।
, তোমাকে যেভাবে হোক তোমাকে কোরআন হদিস এর এলেম তোমাকে অর্জন করতে,এটা তোমার উপর দীনি দায়িত্ব, তোমার উপরে ফরজ। খানা দানা, পোষাক পরিচ্ছেদে যেভাবে তোমার উপর ফরজ, তেমনিভাবে দীনে এলেম তারচে বেশি বেশি ফর।।
হে আমার ভাই তুমি একটু লক্ষ্য করো যে, যখন ফুল বাগানে একটি ❀ ফুল ফুটে ওঠে তখন, সকলের চখে পরে, যখন তুমি সত্যি যোগ্য ব্যক্তি হবেন তখন আপনি ও জাতির সামনে ফুটিয়ে উঠবে।।
তবে একটা কথা শুনে রাখবেন, আপনাকে জাতির সামনে ফুটিয়ে তুলতে যদি আপনার আল্লাহকে সন্তুষ্টি ছাড়া ভিন্ন কোন কারন হলে, তা হারাম হারাম হারাম, তো এই জন্য সতর্ক থাকতে হবে,
যেনো আমি আমার উদ্যেশ্য আমি না হারিয়ে ফেলি।
হে আমার ভাই তোমাকে আমি অনুরুধ করে বলি, ভাই তুমি আগে আল্লাহ তায়ালা কে ভালো বাসতে শিখুন, তার পর নিজেকে জাতির সামনে নিজেকে ফুটিয়ে তুলুন।
আল্লাহ তায়ালা যেন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেয়!

Related Posts

9 Comments

  1. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
    আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
    Please support me🙂

    Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

    Facebook page:
    https://fb.watch/bdOvq_ulzV/

মন্তব্য করুন