আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন.
দ্বিতীয় শেষ হল মাত্র তিন দিন হলো এরই মধ্যে বিসিবি পাকিস্তান সফরে যাওয়ার জন্য কনফার্ম করলো. বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে এটা নিয়ে অনেক জল্পনা-কল্পনা শেষ হয়ে গত পরশু বিসিবি বাংলাদেশ ক্রিকেট দলের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করল. কিন্তু তাতে দেখা গেল অনেকটা পরিবর্তন তার মধ্যে একটা হল মুশফিক নেই. পাকিস্তান সফরে মুশফিক যাচ্ছে না. তাছাড়া মুশফিকসহ ফর্মে থাকা ইমরুল কায়েস স্কোয়াডে নেই. প্রথমে আসি মুশফিকের ব্যাপারে. মুশফিককে যখন প্রেস কনফারেন্সে সাংবাদিকরা জিজ্ঞাসা করে সে কেন পাকিস্তান সফরে যাচ্ছে না তার প্রতি উত্তরে মুশফিকুর রহিম বললেন আমার চাচাতো বোনের বিয়েতে আমাকে থাকতে হবে সেজন্য আমি বিসিবি থেকে ছুটি নিয়েছি. তখন সাংবাদিকরা আবার জিজ্ঞাসা করল আপনি কি শুধু টি-টোয়েন্টি সফরের জন্য ছুটি নিয়েছেন তখন মুশফিক বলল না আমি পুরো সফরের জন্য ছুটি নিয়েছি. সাংবাদিকরা যখন আবার জিজ্ঞাসা করল আপনার এই নিয়তের কি পরবর্তী তে কোন পরিবর্তন হবে কিনা. তখন মুশফিক রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন পরিবর্তন হবে কেন আমি মরে গেলেও পাকিস্তান সফরে যাবনা একথা বললেন( সূত্র যমুনা টিভি ভিডিও ফুটেজ থেকে নেওয়া). মূল কথা হচ্ছে মুশফিক পাকিস্তান সফরে যাবে না. সবথেকে বড় আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশ দলের যে চার কোচ আছে তাদের মধ্যে কেউ পাকিস্তান সফরে যাচ্ছে না. শুধুমাত্র দলের ম্যানেজার এবং খেলোয়ার রা এবং সভাপতি আর কয়েকজন টিম মেম্বাররা পাকিস্তান সফরে যাচ্ছেন. পুরনো খেলোয়ারদের মধ্যে মাহমুদুল্লাহ শফিউল ইসলাম রুবেল হোসেন তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান রয়েছে কার সাথে আছে সৌম্য সর্কার.
বন্ধুরা সব সময় নতুন কিছু পেতে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ.
David Warner is not in the T20 series against India
Australian cricketer David Warner has withdrawn from the T20 series against India. Australia will play a five-match T20 series against...