মাছ সম্পর্কে জানা অজানা কিছু তথ্য।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আমিও ভাল আছি।পূর্বের মতোই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আর একটি পোস্ট নিয়ে।এই পোস্টে আমি আপনাদের সামনে মাছ সম্পর্কে কিছু তথ্য বলব।যা অনেকেরই অজানা।

মাছের ঘুমঃ

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে মাছেরা কি ঘুমায়। আমাদের
যেমন চোখের পাতা আছে, মাছেদের কিন্তু এরকম কিছু নেই ।
ঘুমিয়ে পড়ার সময় আমাদের চোখের পাতা বুজে আসে। বন্ধ হয়ে
যায়। মাছেরা ঘুমায় কেমন করে? বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা
করে দেখেছেন মাছেরা বেশ ভালাে করেই ঘুমায়। কেউ ঘুমায়
রাতে । কেউ ঘুমায় দিনে। কিছু কিছু মাছ আছে যারা আবার
একনাগাড়ে কয়েক মাস ধরে ঘুমায়। রেজর মাছ সমুদ্রের নিচে
বালুতে গর্ত করে বালুর মধ্যে শরীরটা রেখে মুখটা বের করে রেখে
ঘুমায়। গরমের সময় যখন খাল বিল শুকিয়ে যায় তখন মাংস মাছ

কেঁচোর মতাে গর্ত খুঁড়ে ওর ভেতরে ঘুমিয়ে থাকে। সে ঘুম যেন
কালঘুম। চলতে থাকে অনেক দিন। বর্ষাকালে যখন এদের গর্ত
ভরে যায় পানিতে তখন বেরিয়ে আসে এই মাছ। যখন মাছেরা
ঘুমাতে থাকে তখন তাদের খোঁচা মেরে দেখা গেছে একটু নড়াচড়া
করেই আবার স্থির হয়ে যায় ।
চোখের পাতা না থাকায় মাছেরা কেমন করে ঘুমায়? ঘুম মানে
কিন্তু চোখ বন্ধ করে থাকা না । আসলে চোখ দিয়ে দেখতে দেখতে
এক সময় ক্লান্ত হয়ে পড়ে আমাদের চোখ। আর এ জন্যই বিশ্রাম
দিতে হয় চোখকে। সেটা চোখ খুলে রেখেই হােক আর বন্ধ করেই
হােক। আর তাই মাছেরা চোখ খুলে রেখেও ঘুমাতে পারে ।

হাঙ্গর এবং তিমিঃ

নােনা পানির সবচাইতে বড় মাছ হচ্ছে তিমি হাঙ্গর। ১৮৮২ সালে
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের কাছে সমুদ্র উপকূলে ৬০ ফুট দীর্ঘ,
৯০,০০০ পাউন্ড ওজনের প্রতিটি তিমি হাঙ্গর ধরা পড়েছিল। এ
পর্যন্ত সেটাই সবচাইতে বড় মাছ। গায়ের রং ঘন বাদামি। তার
উপর হলুদ রঙের ছিটে । এই তিমি হাঙ্গরের ডিমও সবচাইতে বড়
আর ভারী। মাংসাশী মাছের মধ্যে সবচাইতে বড় হচ্ছে বিষুব
অঞ্চলের হিংস্র মাছ শাদা হাঙ্গর। কাঁটাওয়ালা খাবারের যােগ্য
সামুদ্রিক মাছের মধ্যে সবচাইতে বড় হচ্ছে রাশিয়ান স্টার্জন মাছ ।

কৃষ্ণসাগর ও ক্যাসপিয়ান হ্রদে এদের বাস। এ মাছ বেশ সুস্বাদু।
মিঠা পানির সবচাইতে বড় মাছ দেখা যায় ইউরােপের বড় বড়
নদী ও হ্রদে। নাম তার ক্যাট ফিশ। দক্ষিণ আমেরিকার আমাজান
নদীতে পাওয়া যায় সাত ফুট লম্বা আরাপাইমা মাছ । সবচাইতে
ছােট মাছ হচ্ছে পিগমি গােবি। এরা প্রায় বর্ণহীন ও স্বচ্ছ। এদের
দেখা যায় ফিলিপাইন দ্বীপমালার পাহাড়ি নদী ও পুকুরে। দৈর্ঘ্য মাত্র
আধ ইঞ্চি।

আজ এ পর্যন্তই।দেখা হচ্ছে পরের কোন পর্বে। ততক্ষণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।

Related Posts

7 Comments

মন্তব্য করুন