তথ্যপ্রযুক্তির এই যুগে স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আজ একটি চমৎকার স্মার্টফোনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা তুলনামূলক কম দামে ভাল একটি স্মার্টফোনের খোজ চাচ্ছেন , আজকের এই পোস্ট তাদের জন্য ।
তাহলে স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের এই পোস্ট এ ।
📲 স্মার্টফোনটির নাম হল—” টেকনো স্পার্ক 5 প্রো । ” স্পার্ক 5 প্রো এর মধ্য দিয়ে টেকনো বাজারে নিয়ে এসেছে তাদের উন্নত এআই প্রযুক্তি ও পাঁচটি ক্যামেরাসমৃদ্ধ এই স্মার্টফোনটি ।
👉অ্যান্ড্রয়েড ভার্সন: এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড টেন ভার্সন এর একটি স্মার্টফোন।
👉ডিসপ্লে: স্মার্টফোনটিতে রয়েছে 6.6″ এর বিশাল ডিসপ্লে ।
👉ক্যামেরা : এই স্মার্টফোনটি আছে মোট পাঁচটি ক্যামেরা, আপগ্রেডেড এআই প্রযুক্তি (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ৩.০ এলগরিদম ও এআই সিন ডিটেকশন প্রযুক্তি।
ফোনটিতে মোট চারটি ব্যাক ক্যামেরা রয়েছে এবং ক্যামেরা গুলোর সাথে চারটি এলইডি ফ্লাস রয়েছে । চারটি ব্যাক ক্যামেরার প্রতিটির আলাদা বিশেষত্ব রয়েছে । ব্যাক ক্যামেরা গুলোর মধ্যে প্রধান ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল এর । যা দিয়ে চমৎকার সব ছবি তোলা যায় । এর সাথে আছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়াও রয়েছে একটি 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স । অর্থাৎ, ডেপথ, প্রাইমারি ক্যামেরা, ম্যাক্রো লেন্স ও এআই লেন্স সবই আছে এই ডিভাইসে ।
স্মার্টফোনটিতে আট মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে যার সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ । যা দিয়ে প্রাণবন্ত সেলফি তোলা যায়। কারন ছবি প্রাণবন্ত করতে এই ফোনে ব্যবহৃত হয়েছে এআই এইচডিআর টেকনোলজি।
👉র্যাম ও রম : স্মার্টফোনটিতে 4 জিবি র্যাম ও 64 জিবি রম রয়েছে। কাজেই বুঝতেই পারছেন বিশাল স্টোরেজ রয়েছে এই ডিভাইসে ।
👉নেটওয়ার্ক: 2G, 3G ,4G
👉ব্যাটারি: এতে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ার এর শক্তিশালী ব্যাটারি ।
👉সিম : ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা যায় ।
👉ফেস ও ফিঙ্গারপ্রিন্ট আনলক: স্মার্টফোনটিতে ফেস ও ফিঙ্গারপ্রিন্ট আনলকের সুবিধাও রয়েছে।
👉রঙ : সারা দেশে স্পার্ক ৫ প্রো দুটি নজরকাড়া রঙে পাওয়া যাচ্ছে । রঙ দুটি হলো— সিবেড ব্লু ও আইস জেডাইট ।
👉 মূল্য :”টেকনো স্পার্ক 5 প্রো” স্মার্টফোনটির বাজার মূল্য মাত্র 12,990 টাকা ।
আশা করি স্মার্টফোনটির রিভিউ আপনাদের কাছে ভালো লাগবে ।
সবাই ভাল থাকুন ।