মুশফিকের যত কথা

মুশফিকুর রহিম ছোটখাটো তাইনা। কিন্তু মুশফিকুর রহিমের এই ছোট্ট দেহটি নিয়ে বাংলাদেশে যে যত রকমের জয়রথ ছুটেছে তার কল্পনা সম্ভবত আপনারা করতে পারবেন না। সম্প্রতি মুশফিকুর রহিমের হাত দিয়ে খুলনা বিপিএলের ফাইনাল পর্যায়ে প্রথমবারের মতো পৌঁছে গেছে। কিন্তু জিতত্তে না পারুক মুশফিকের এই অতুলনীয় পারফরম্যান্স এবং ক্যাপ্টেন্সির জন্যই খুলনা আজ খুলনা আজ বিপিএল এর মত একটি আসরের শীর্ষে পৌঁছে গিয়েছিল। আপনি কি জানেন মুশফিকুর রহিমকে বাংলা দেশের নয় সারা পৃথিবীর সবচেয়ে নির্ভেজাল ক্রিকেটার হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের যত ক্রিকেটার রয়েছে তার মধ্যে সবচেয়ে মেধাবী মুখ হচ্ছে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম সম্প্রতি একটি আলোচনা শোনা গিয়েছিল। যেখানে বলা হয়েছে মুশফিকুর রহিম নাকি আবার পুনরায় লেখাপড়া শুরু করবেন। আমি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, মুশফিকুর রহিমের সম্পর্কে তথ্য টি সম্পূর্ণ ভুয়া। মুশফিকুর রহিমকে রান মাস্টার বলা হয়ে থাকে। বাংলাদেশ জাতীয় দলের ওডিআই টিমের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা তাকে এই উপাধি দিয়েছিলেন। আসলে মুশফিকুর রহিম খুবই মেধার পরিচয় দিয়ে থাকেন। পড়াশোনা যেমন তার সুনাম রয়েছে তেমনি তার সুনাম রয়েছে ক্রিকেট এ। বাংলাদেশের একজন সফলতম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিমের দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছে। একমাত্র ক্রিকেটার বাংলাদেশের মতো একটি দুর্বল দলে থেকেও ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। বর্তমান ক্রিকেটের যে পরিস্থিতি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেই জায়গায় মুশফিকুর রহিমকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উদ্দেশ্যে ধরে রাখাটাই আবশ্যক। আসলে আপনি কি জানেন কয়েকদিন আগেও একটি বিদেশী নিউজ পোর্টাল তাদের নিউজে মুশফিকুর রহিমকে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ক্রিকেটারের নাম তালিকায় রেখেছিলেন। এটা কিভাবে সম্ভব যে মুশফিকুর রহিমের এতো কিছু সহ্য করার পরেও তার খেলা চালিয়ে গিয়েছিলেন। যে মুশফিকের হাত ধরে এসেছে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি সেই মুশফিকুর রহিমের নামে এমন অবান্তর কথা বলাটা মোটেও ঠিক হয়নি। আসলে আমরা বর্তমানে নিউজ এর উপরের হেডিং টুকুই বেশি পরে থাকি। এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। মানুষ টাকা কামানোর জন্য কি না করে থাকে বল। যে ওয়েবপোর্টালে তার এরকম নিউজ প্রকাশ করা হয়েছে সে ওয়েব পোর্টাল এর লেখক হয়তোবা অন্য কোন নাম না পেয়ে মুশফিকুর রহিমের নামটাই সেখানে জুড়ে দিয়েছেন। কি আর করা যায় বলুন। আমার তো মনে হয় তার কোনো উপায় ছিল না। বেচারা! তবে সেই ওয়েব পোর্টালের নিউজটা প্রকাশ হওয়ার পরে বাংলাদেশের জনগণ যে তীব্র নিন্দা জানিয়ে মুশফিকর রহিম এর প্রতি ভালবাসা প্রকাশ করেছে। আসলে বাংলাদেশের প্রত্যেকটি ফ্যানের জন্য মুশফিকুর রহিম একজন কমন লাভার। যাকে পছন্দ না করে থাকা যাবে না। টিকে থাকুক বাংলাদেশ জাতীয় দলের ছোটখাটো মানুষটি। নিয়মিত খেলতে থাকুক। আল্লাহ তাকে হেদায়েত দান করুক বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে।

বন্ধুরা আপনি যদি মুশফিকুর রহিম এর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আর্টিকেলটির শেয়ার করে গ্রাথর ডটকমের সাথে থাকবেন।

আর যদি আমার পোস্টটি খুবই পছন্দ হয়ে থাকে তাহলে আমার অন্য কষ্ট করলে অবশ্যই পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ!!

Related Posts

8 Comments

মন্তব্য করুন