মেয়েদের নিয়ে কিছু ভাবনা

★মেয়ে মানেই হাজার কষ্ট বুকে চাপা রেখে,সবার সাথে হাসি মুখে কথা বলা

★মেয়ে মানেই নিজে না খেয়ে পরিবারের মুখে খাবার দেওয়া

★মেয়ে মানেই নিজের সাজানো ঘর ছেড়ে, অচেনা কারো ঘরকে আপন করে নেওয়া

★মেয়ে মানেই অন্যের সুখের মাঝে নিজের সুখ খুঁজা

★মেয়ে মানেই নিজে দোষ না করে ও সেই দোষ নিজের মাথায় নেওয়া

★মেয়ে মানেই সবার সব কথা মুখ বুঝে সহ্য করা

★মেয়ে মানেই নিজের ইচ্ছা গুলোকে প্রতিনিয়ত খুন করা

★ মেয়ে মানেই আপন মানুষ গুলোকে পর করে,পর মানুষ গুলোকে আপন করে নেওয়া

★মেয়ে মানেই ভালো আছি নামক উপন্যাসের ভালো না থাকার হাজারো চরিএ

★মেয়ে মানেই তো শত কষ্ট বুকে চেপে হাসি দিয়ে বলা ভালো আছি

★মেয়ে মানেই সবসময় মাথা নিচু করে চলা

★ মেয়ে মানেই চার দেয়ালের মাঝে বন্দি থাকা

★মেয়ে মানেই নিজের সুখ বিসর্জন দিয়ে সবাইকে সুখে রাখা

★মেয়ে মানেই নিজের কষ্ট গুলো প্রতিনিয়ত আড়াল করে রাখা

★ মেয়ে মানেই পরিবারের সুখেই নিজের সুখ খুঁজে পাওয়া

★মেয়ে মানেই নিজের হয়ে ও অন্যের জন্য কাঁদা

★মেয়ে মানেই নিজের ভাবনা গুলোকে অন্যের ভাবনায় পরিনত করা

★ মেয়ে মানেই দশমাস দশ দিন সন্তান গর্ভে ধারন করে রাখা

★ মেয়ে মানেই একটা সময় নিজের বাড়ির মেহমান হয়ে যাওয়া

★মেয়ে মানেই জীবনের সাথে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া

★মেয়ে মানেই নিজের ইচ্ছা গুলোকে প্রতিনিয়ত খুন করা

★মেয়েদের নাকি খুব সহজে বুঝা যায় না, আসল কথা হলো মেয়েদের কেউ চিনতেই চায় না

★মেয়ে মানেই ওরা সমাজের বোঝা

★মেয়ে মানেই অন্যের কাদের উপর ভর করে চলা

★মেয়ে মানেই নিজের মুখের খাবার পরিবারের মুখে তুলো দেওয়া

★মেয়ে মানেই সবসময় পরিবারের মানুষ গুলোর কেয়ার করা

★মেয়ে মানেই নিজের চাওয়া পাওয়া গুলো বুকে চাপা রেখে,পরিবারের পরিবারের চাপয়া পাওয়া পুরন করা

এই হলো আমাদের সমাজের অবস্থা।এখনো আমাদের সমাজ ব্যবস্থা মেয়েদেরকে হেয়ো দৃষ্টিভঙ্গিতে দেখে।
মেয়েদেরকে চারদেয়ালের মাঝে বন্দি করে রাখতে চায়।
কিন্তু আমাদের উচিত আমাদের দৃষ্টি ভঙ্গি বদলানো।
একজন ছেলের যত টুকু অধিকার আছে,একটা মেয়েকে ঠিক সমান অধিকার দিতে হবে।
তাদের কে চারদেয়ালের মাঝে বন্দি না রেখে,স্বাধীন ভাবে চলাফেরা করার অধিকার দিতে হবে।প্রতিটা নারীকে যথেষ্ট সম্মান করতে হবে।তারা যাতে কোনো কারনে কষ্ট না পয় সেই দিকে খেয়াল রাখতে হবে।তারা ছোট হয় এমন কোনো কথা বলা যাবে না।
মোট কথা আমাদের হেয়ো দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

Related Posts

12 Comments

মন্তব্য করুন