আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি এই পোস্টটিতে 2021 সালের এস এস সি পরিক্ষার রেজাল্ট বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। পোস্টটি অবশ্যই শুরু থেকে শেষ পযর্ন্ত পড়বেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি আর কথা না বাড়িয়ে পোস্টটি এখান থেকে শুরু করছি।
বতর্মান যুগ হচ্ছে আধুনিক যুগ। আধুনিক এর এই যুগে আমাদের প্রত্যেকের আছে একটি স্মার্টফোন রয়েছে। এই স্মার্টফোন দিয়ে আমরা কত কিছুই না করি। যেমন ধরুন -ফেসবুক চালানো, বিভিন্ন অ্যাপস ব্যবহার করা, গেম খেলা অথবা ইউটিউবে ভিডিও দেখি। এসব কিছু করা ছাড়াও আপনি যে মোবাইল থেকে 2021 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন সেটা কি আপনি জানেন?
প্রতিটি পরীক্ষার্থী পরীক্ষা শেষ করার পরেই কবে রেজাল্ট পাবে এবং কিভাবে পাবে তার জন্য অনেক কৌতুহলী হয়ে পড়ে। এটি সকল পরীক্ষার্থীদের একটি কমন প্রশ্ন। 2021 এসএসসি রেজাল্ট সকল শিক্ষা বোর্ড একই দিনে প্রকাশিত হয়। রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনারা ওয়েবসাইট থেকে বা এসএমএস এর মাধ্যমে রেজাল্ট বের করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কখন প্রকাশিত হবে তা শিক্ষা বোর্ডের ওপর নির্ভর করে। কিন্তু এ বছর এসএসসি পরীক্ষা করোনাভাইরাস এ কারণে অনেক দেরিতে শুরু হয়েছে। তাই কিছুদিন অপেক্ষা করার পরেই আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।
এসএসসি পরীক্ষার রেজাল্ট দুই পদ্ধতিতে বের করা যায়। যথা :-
1. অনলাইন পদ্ধতি
2. এস এম এস (SMS) পদ্ধতি
অনলাইন পদ্ধতি :– অনলাইন থেকে রেজাল্ট বের করার জন্য প্রয়োজন মোবাইল বা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন। অনলাইনে রেজাল্ট দেখার ওয়েবসাইট থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন। নিচে ওয়েবসাইট এর লিংক দেওয়া হল :-
1. http://www.educationboardresults.gov.bd/
2. www.eboardresults.com
# প্রথমে আপনি আপনার ব্রাউজার থেকে চলে যান শিক্ষা বোর্ড এর যেকোন একটি ওয়েবসাইটে।
#তারপর আপনি পরীক্ষার নাম, বছর (year),বোর্ড name,রোল,রেজিস্ট্রেশন নং একটি ক্যাপচা থাকবে সেটি পূরণ করবে।
#তারপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এসএসসি রেজাল্ট বের হয়ে যাবে।
2. এস এম এস (SMS) পদ্ধতি :- মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট 2021 এর আর একটি বিকল্প পদ্ধতি রয়েছে। যার দ্বারা দ্রুত রেজাল্ট বের করতে পারবেন।
ssc স্পেস RAJ স্পেস Roll স্পেস 2021 and send to 16222 l
উদাহরণ :- SSC RAJ 343898 2021 লিখে সেন্ড করুন
16222 নম্বরে।
তাই আমি আর কথা না বাড়িয়ে এই পোস্টটি এখান থেকে শেষ করছি। পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এ জানাবেন। আল্লাহ হাফেজ।