মোবাইলের রেডিয়েশন কতো ক্ষতিকর জানেন কি? | আর কিভাবে জানবেন আপনার মোবাইলের রেডিয়েশন কতো?
মোবাইলের রেডিয়েশন কতো ক্ষতিকর জানেন কি? | আর কিভাবে জানবেন আপনার মোবাইলের রেডিয়েশন কতো?
রেডিয়েশন কি?
রেডিয়েশন একটি ইংরেজি শব্দ । এর অর্থ হলো বিচ্ছুরন, তরংগ ।
কোন উৎস থেকে শক্তি যখন কণা, তরঙ্গ, রশ্মি আকারে নিকটস্থ কোনো মাধ্যম বা পরিবেশে সঞ্চালিত হয় তখন তাকে বিকিরণ বলে।
উদাহরণ হিসেবে বলতে পারি — সূর্য থেকে আমরা যে আলো পাই তা বিকিরণের মাধ্যমে আসে। আরো একটি বাস্তব উদাহরণ দেওয়া যায় – চুলার আগুন থেকে আমরা যে তাপ পাই তা বিকিরণের মাধ্যমে পাই। এক্স-রে মেশিন থেকেও এক্স-রশ্মি বিকিরণ হয়।
এটা তো গেলো বিকিরণ এর সংজ্ঞা, কিন্তুু মোবাইলের ক্ষেত্রে এটা কি ?
মোবাইলের ক্ষেত্রে এ দ্বারা বোঝানো হয়, ফোন থেকে মাইক্রোওয়েভ তরঙ্গ বিচ্ছুরিত হওয়াকে ।
রেডিয়েশন কি নিশ্চয় আমরা বুঝতে পারছি । এই রেডিয়েশন মোবাইল থেকে অনবরত বের হতেই আছে , অথচ আমরা জানি না , এই রেডিয়েশন আমাদের ক্ষতি করছে অনবরত ।
মোবাইল ফোন আমাদের নিত্য দিনের সঙ্গী, এই যন্ত্র টা ছাড়া আমরা চলতে পারিনা । ইভেন একটা দিনও কল্পনা করতে পারিনা । বিশেষ করে আমার তো একেবারেই চলেনা ।
কিন্তু আমাদের জানা উচিত নিজের মোবাইল টা থেকে কতোটুকু রেডিয়েশন নির্গমন হচ্ছে । আর এর নিরাপদ রেডিয়েশন কতো ?
আপনার বর্তমান সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার কয়েকটি উপায়: শেষ পার্ট
বিশ্ব স্বাস্থ্য সংস্থা রেডিয়েশন এর ক্ষেত্রে একটা লিমিটেশন দিয়ে দিছে । এর চেয়ে কম হলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো । এদের লিমিটেশন টা হলো – ১.৬ মাত্রা । এর চেয়ে বেশি হলে আপনার মোবাইল টা আপনার জন্য স্বাস্থ্যকর নয় ।
তাহলে ,নিশ্চয়ই ভাবছেন কিভাবে চেক করবেন তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটা লিংক দিচ্ছি আপনি সেখানে গেলে জানতে পারবেন –