কি ভাই পোস্ট পড়তে চলে এসেছেন?এসেই যখন পড়েছেন তো পুরোটা পড়ে যান।পড়াশোনায় মনোযোগ দিতে পারেন না? কেন? আপনি তো ঠিকই পাবজি খেলায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন,গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে অনেক সময় পেরিয়ে যায়,বন্ধুদের সাথে আড্ডার সময় অন্য কিছু মনেই থাকেনা,কিন্তু কেন আপনি আধঘন্টা পড়তেই আপনার ঘুম চলে আসে কেন পড়াশোনা উপর ফোকাস করতে পারেন না? কেন আপনি নিজেকে নরমাল আর আপনার ক্লাসের টপার দের হিরো মনে করেন? আপনি হয়তো আজ স্বপ্ন দেখছেন আপনার বড় হয়ে কি করবেন?আপনি হয়তো এটাও ঠিক করে রেখেছেন আপনি ব্যবসা করবেন নাকি চাকরি? কিন্তু ভাইয়া যদি আপনি পরতে না বসেন আগামীকালের সকল স্বপ্ন আপনার শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে আপনার মা-বাবার আপনাকে নিয়ে দেখা সকল স্বপ্ন। একবারও কি আপনার মা-বাবার মুখটা আপনার চোখের সামনে ভেসে ওঠে না?একবারও কি মনে হয় না তাদের মনে কষ্ট দেওয়া ঠিক হবেনা?পড়াশোনা করতে ইচ্ছে করে না তাহলে ঐ সকল বই বেচে দিন।তা পারবেন না?তাহলে কেন শুধু শুধু মা বাবাকে পড়াশোনা নামে ধোকা দিচ্ছেন,কেন তাদের সাথে ফাঁকিবাজি করছেন না?ভাই আপনি তাদের সাথে ফাঁকিবাজি করছেন না আপনি নিজেই নিজের সাথে ফাঁকিবাজি করছেন।আপনি ভাবছেন কাল সকালে উঠেই পড়তে বসে যাব আর সারাদিন পড়াশোনা করব কিন্তু সেই কাল সকাল আর আসছে না আপনার জীবনে। সকালে উঠেই আপনি হাতে ফোন নিয়ে বেরিয়ে গেলেন সারাদিন ফেইসবুকিং,চ্যাটিং,বন্ধুদের সাথে আড্ডা,সবই হলো আপনার পড়াশোনা হলো না।আপনিও হয়তো তাই ভাবেন যে আমায় দিয়ে পড়াশোনা হবে না।মানুষ যখন তার মস্তিষ্ক কে এটা নির্দেশ করে যে সে এই কাজটা করতে পারবেনা তখন তার মস্তিষ্ক ওই কাজের উপর ফোকাস করে না ফলে সে সেই কাজটা করতে পারে না।আপনার মনে একটাই জেদ রাখুন আমাকে পড়াশোনা করতেই হবে,করতেই হবে এবং করতেই হবে। অবশ্যই আপনি পারবেন।তাই কাল নয় আজ এখন থেকেই শুরু করুন আপনার পড়াশোনা।হ্যাঁ আপনি পারবেন।
স্বপ্নের সেতুর প্রকৌশল(ইঞ্জিনিয়ারিং) ☞জেনে নিই ➤পর্ব ১
আসসালামু আলাইকুম।আশা করি ভাল আছেন সকলে।আজকে আপনাদের সামনে এমন একটা সেতুর কিছু গুরুত্বপূর্ন তথ্য নিয়ে হাজির হয়েছি যেটা কিছু বছর...