আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভাল আছেন।
বন্ধুরা ধরেন আপনারা ফেসবুকে অথবা ওয়েবসাইটে কোনো ভালো একটা গল্প পেয়েছেন যেটা আপনার পড়তে অনেক ভালো লেগেছে বা কোন গুরুত্বপূর্ণ ট্রিক্স পেয়েছেন যেটা আপনি আপনার জন্য খুবই প্রয়োজনীয়। কিন্তু এই মুহূর্তে আপনার হাতে সময় নিয়ে আপনাকে কাজে যেতে হবে তাহলে আপনারা কিভাবে পড়বেন?
অনেক মোবাইল আছে যেখানে দেখা যায় যে লম্বা স্ক্রিনশট নেওয়া যায় একসাথে চার পাঁচটা পেজ বা এর থেকেও বেশি একসাথে স্ক্রিনশট নেওয়া যায়। কিন্তু এই অপশনটা আপনার মোবাইলে নেই তাহলে আপনি কিভাবে এই পেজটা সেভ করবেন? যদি বন্ধুরা আপনারা এই পেজটা সেভ করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি গল্পটা পড়তে পারবেন কোন ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি ঘরে বসে যখন সময় পাবেন তখনি পরতে পারবেন।
তার জন্য আপনাকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। যেটার মাধ্যমে আপনি অন্যান্য মোবাইলের মতো লম্বা স্ক্রিনশট নিতে পারবেন। আপনাদের যা করতে হবে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ long short screnshot এটা লিখে সার্চ করলে যে অ্যাপসটা আসবে সেটা ডাউনলোড করে নেবেন। তারপর এপ্সটা ওপেন করবেন, তারপর আপনার মোবাইলে তিনটা অপশন শো করবে সবার উপরে যেটা থাকবে ক্যাপচার ফটো সেটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন উপরে( auto load)।
তারপর দেখতে পাবেন আপনার মোবাইলে টক ব্যাক অপশন টা চলে এসেছে বা অ্যাকসেসিবিলিটি অপশন টা চলে এসেছে সেখান থেকে আপনি এই অ্যাপস এর পারমিশন টা অন করে দিবেন, তারপর বেঁকে চলে আসবেন, এরপর আপনি ক্যাপচার এ ক্লিক করবেন তারপর আপনার হোমে চলে যাবে মোবাইলের ইন্টারফেস এবং পাশে দেখতে পাবেন একটি পপ আপ বাটন আছে। এখন আপনি যে পেজটার লম্বা স্ক্রিনশট নিতে চান সেখানে চলে যাবেন এবং স্টার্ট এ ক্লিক করবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এরপর যতটুকু প্রয়োজন ততটুকু নিচে গিয়ে ক্লিক করবেন তারপর সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে আপনারা যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে লম্বা স্ক্রিনশট নিতে পারবেন সবাইকে ধন্যবাদ।