সারা বিশ্বে সবার মুখে মুখে একটা রোগের কথাই শোনা যায় তা হলো করোনা ভাইরাস। এই ভাইরাসে প্রায় ৬ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে আর ২৮ হাজার মানুষ মারা গেছে। ইতালিতে অনেক মানুষ মারা গেছে তাদের দেশে আক্রান্তের সংখ্যা কমলেও বেরেছে মানুষ মারা যাওয়ার সংখ্যা।বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হয়েছে এর মধ্যে ১৫ জন সুস্থ হয়েছে আর ৫ জন মারা গেছে। এই অবস্থায় সামনে বিশ্ব কাপ কিক্রেট আর তার আগেই পরেছে বাংলাদেশের এশিয়া কাপ কিক্রেট খেলা। করোনা ভাইরাস এক জন থেকে আরেকজনে ছরিয়ে যায় তাই এই অবস্থায় এশিয়া কাপ ক্রিকেট খেলে হবে কিনা তা নিয়া অনেক মত বিরোদ রয়েছে। যদি করোনা ভাইরাস যদি মানুষকে আক্রান্ত কম করে তাহলে হতে পারে যদি করোনা ভাইরাস এর প্রসার আস্তে আস্তে কমে যায় তাহলে হতে পারে আসন্ন এশিয়া কাপ কিক্রেট। এই করোনা ভাইরাস এর কারনে বাদ দেওয়া হয়েছে বিশ্ব কাপ ক্রিকেট এর বাছাই পর্ব। তাই এশিয়া কাপ ক্রিকেট খেলা না হওয়ার সম্ভাবনাই বেশি।
করোনা ভাইরাস এর হাত থেকে সারা বিশ্বকে বাচাতে হলে আমাদের বাংলাদেশ সরকার এর দেওয়া বিধি অনুশারে চলতে হবে। আর আমরা দোয়া করি যাতে সবাই করোনা ভাইরাস এর হাত থেকে মুক্তি পায়। আর আমরা পাচ ওয়াক্ত নামাজ পরবো। আল্লাহর কাছে মাফ চাইবো।
এশিয়া কাপ ক্রিকেট থাকছে না সাকিব তবে বিশ্ব কাপ এর বাছাই পর্ব যদি হয় তাতে থাকছে আমাদের সবার প্রিয় সাকিব আল হাসান
এশিয়া কাপ ক্রিকেট সামনে রেখে বাংলাদেশের সবাই প্রায় অনুশীলন এ নেমেছে। আর আমরা সবাই আল্লাহ এর কাছে বলি যাতে আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করে। আর আমরা আল্লাহ এর কাছে দোয়া করি যাতে সারা বিশ্বের আক্রান্ত ব্যক্তি রা তারা তারি সুস্থ হয়ে জায়
কেমন লাগলো আমার লেখাটা যদি ভাল লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমার ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আল্লাহ আমাদের সবার ভাল করুক। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো জানা বেন কিন্তু
No more today with best regard and love for all this man of the group
খোদা হাফেজ
আল্লাহ সবার মজ্ঞল করুক।