হ্যলো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা যে যেই অবস্থানে আছেন সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন । আমিও বেশ ভালো আছি । আপনারা যে যেই অবস্থানে আছেন সে সেই অবস্থানে থেকে সর্বদা সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো থাকুন এ প্রত্যাশাই ব্যক্ত করি সব সময়।
বন্ধুরা দারুন একটি বিষয় নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে ।বন্ধুরা আমরা সকলেই শেয়ারইট বা ব্লুটুথ এর সাথে পরিচিত। এর দ্বারা আমরা একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে ফাইল আদান প্রদান করতে পারি।
কিন্তু বন্ধুরা এতে আমাদের অনেক সময় নষ্ট হয়। ধরুন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি একটি লোক একটি গান শুনছে গানটি আমাদের খুবই পছন্দের কিন্তু আমরা তাঁর কাছে গানটি চাইতে পারি না যে আমাকে গানটি শেয়ার করে দিবেন। হ্যাঁ বন্ধুরা সত্যিই এটা যদি আমরা যাইতে চাই তাহলে অনেক খারাপ দেখায় কারণ তাকে আমরা চিনিনা।
কিন্তু বন্ধুরা এখন আপনি খুব সহজেই রাস্তায় বসে আপনার সোনা গানটি আপনার ফোনে নিয়ে আসতে পারবেন কোন প্রকার ঝামেলা যেমন শেয়ারইট ব্লুটুথ ছাড়াই। তো বন্ধুরা এর জন্য আপনাকে একটি অ্যাপস এর সাহায্য নিতে হবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বিষয়। অ্যাপস লিংক আমি নিচের লাইনে দিয়ে দিব এখানে ক্লিক করলে আপনি অ্যাপসে পৌঁছে যাবেন।
অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
কিভাবে এখানে কাজ করবেন: বন্ধুরা এখানে প্রথমে আপনি এই অ্যাপসে ডুকবেন উপরের লিংক থেকে। অ্যাপস টির নাম হল (Shazam), (সাজাম) তো বন্ধুরা আপনারা সর্বপ্রথম এ্যাপসটি ডাউনলোড করবেন।এবার অ্যাপস এর মধ্যে আপনি প্রবেশ করবেন প্রবেশ করে সকল কিছু ভালোভাবে দেখে সবকিছু এলাউ করে দিবেন।
এবার বন্ধুরা আপনি যদি আপনার পাশে একটি গান চালান এবং আপনার জীবনে অ্যাপসটি ডাউনলোড করা রয়েছে সে অ্যাপসটি আপনি ওপেন করে সেই গানের সামনে রাখুন বন্ধুরা দেখবেন একটু লোড নিবে নেওয়ার পরে আপনার ওই গানটি আপনার ফোনে চলে আসবে।
আপনি চাইলে অ্যাপসে বসে গানটি শুনতে পারবেন এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনার ফাইলে রাখতে পারবেন। তাছাড়া আপনি যদি টিভি বাহার রেডিওতে ও আপনার পছন্দের গানটি শোনেন তাহলে ঠিক একই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার গানটি এই অ্যাপস এর মাধ্যমে আপনার ফোনে নিয়ে আসতে পারবেন।
তো বন্ধুরা বুঝতেই পারছেন কত সহজ এবং কত উন্নত একটি অ্যাপস আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন যে শেয়ারইট ব্লুটুথ ছাড়াও আমরা এখন অনেক ভালোভাবে আমাদের ফোনে যে কোন গান নিয়ে আসতে পারবো তার জন্য আমাদের কারো কাছে শেয়ার করার জন্য বলতে হবে না শুধু গানের সামনে ফোনটা একটু সময় রাখলেই চলবে।
বন্ধুরা আমরা সব সময় মনে রাখব এটা ডিজিটাল যুগ আমাদের দুনিয়াটা অনেক পাল্টে গেছে এখন আমরা পরিশ্রম না করেও অনেক কিছু করতে পারি এটা তারই একটি বড় উদাহরণ। বন্ধুরা আমি আশাকরি সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের যদি কখনো এভাবে দরকার পড়ে তাহলে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে কাজ করতে পারেন। পোস্টটি পড়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।