দুর্দান্ত একটি ম্যাচ উপভোগ করলাম আমরা আজকে,শুরুতেই টসে জিতে Chattogram Challengers কে ব্যাটিং এ পাঠায় Rajshahi Royals এর Captain Andre Russell, প্রথমে ঝড়টা শুরু হয় Chattogram Challengers এর গেইল এর হাত ধরে, ২৪ বলে ৬০ রানের এক ঝড় ইনিংস দেখলো ক্রিকেট ভক্তরা, অবশেষে আফিফ এর দুর্দান্ত Slower বল এ আউট হয়ে প্যাভিলিয়নে ফায়ার যান ক্রিস্টোফার হ্যান্ড্রি গেইল, এর পরে শুরু হয় আমাদের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের তান্ডব, ১৮ বলে ৩৩ রানের একটা ক্যামিও খেলে মাহমুদল্লাহ ফায়ার গেলে, আর কেউ ই দলের হাল ধরতে পারেনি, যার কারণেই কিনা ২০০ উর্ধ একটা রান থেকে আজকে বঞ্চিত হল সাইলেন্ট কিলার মাহমুদুল্লার দল Chattogram Challengers, মাহমুদুল্লাহ ফায়ার যাওয়ার পরে নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে Chattogram Challengers, শেষ দিকের Gunaratne এর ২৫ বলে ৩১ রানের উপরে ভর করে Chattogram Challengers এর রান গিয়ে থামে, ১৬৪/৯ (২০ ওভার , RR: 8.2),
১৬৪ রানের জবাব দিতে নেমে Rajshahi Royals এর দুই ওপেনার লিটন দাশ এবং আফিফ ধ্রব সুবিধা করতে পারেন নি, তারা খুব তাড়াহুড়া খেলতে যেয়ে আউট হয়ে দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নের পথে হাটেন, তখন ই মাঠে ননামে ইরফান শুক্কুর, ইরফান শুক্কুর এক প্রান্ত আগলে খেলেও অন্য প্রান্তে টিকতে পারেন নি কেউই, ইরফান শুক্কুর কে এক পশে রেখেই অন্য দুই ব্যাটসম্যান সোয়েব মালিক আর অলোক কপালি খুব জলদি ই আউট হয়ে যায়, কিন্তু Rajshahi Royals এর যখন ঘন ঘন উকেট যাচ্ছিলো সোয়েব মালিক একটু সেট হয়ে অনেকটা চেষ্টা করেছেন বটে কিন্তু তিনি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ২২ বলে মাএ ১৪ রান করে দলকে ব্যাকফুটে ফেলে তিনিও আউট হয়ে যান, সোয়েব মালিক আউট হওয়ার পরে ম্যাচ এর প্রায় ৭০% নিস্চিত হয়ে যায় যে, এই ম্যাচ Chattogram Challengers এ জিততে যাচ্ছে, কিন্তু কে জানতো যে Captain রাসেল ই হবেন আজকের ম্যান অফ দ্যা ম্যাচ, ৫টি উইকেট হারিয়ে যখন দল ধুঁকছে তখন অন্য রাসেল এক প্রান্তে দাঁড়িয়ে চেষ্টা করতে থাকেন,
অন্য দিক দিয়ে আশা যাওয়ার মিলনমেলা লেগেই আছে, ফরহাদ রেজা একটু চেষ্টা করেছিলেন কিছু বড় শট খেলে কিছু রান যোগ করার জন্য, কিন্তু তিনি একটা ছয় মেরে পরের বলে আবার ছয় মারতে ফিয়ে তিনিও আউট হয়ে ফিরে যান, কিন্তু শেষ পর্যন্ত, ৮ উইকেটে হারিয়ে দলের যখন করুন অবস্থা, তখন ই জলে উঠলেন আন্দ্রে রাসেল মিস্টার ক্যাপ্টেইন, আবু জায়েদ রাহির প্রশংসা করতেই হয় ওর একটু সাপোর্টের জন্নই ম্যাচে শেষ পর্যন্ত ছিল Rajshahi Royals, এবং তখন ও কেউ বিস্বাস করতে পারছিল না যে এই ম্যাচ Rajshahi Royals জিততে যাচ্ছে,
তখন দরকার ছিল ২ওভার,মানে ১২ বলে ৩২ রান, ঠিক তখন ই মাহমুদুল্লাহ বোলিং এ আমন্ত্রণ জানানা এই সিজনের সেরা বোলার মেহেদী হাসান রানাকে, কিন্তু আজকের দিনটা রানার ছিল না, যে কিনা সারা টুর্নামেন্ট এ ভালো বোলিং করে সবার নজর কেড়েছেন, সেই মেহেদী হাসান রানা ই আজকে এক ওভারে ২২ রান দিয়ে, ম্যাচটা হারিয়ে দিলেন Chattogram Challengers কে, লাস্ট ওভারে দরকার ছিল মাত্র ৮ রান, লাস্ট ওভারের দায়িত্ব দেয়া হয় গুনারাত্নে কে, প্রথম ২ টি বল ডট দিয়ে আশা জাগিয়ে ও পরের বলে ওয়াইড দেন, বাকি থাকে আর ৭ রান, ৪ বলে যখন ৭ রান দরকার ঠিক তখন ই মিস্টার গুনারাত্নে দেন একটা নো বল, আর সেই বলেই বলটাকে মাঠ ছাড়া করে Captain রাসেল।
শেষ পর্যন্ত ২ উইকেট এর জয় নিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করল Rajshahi Royals,
Tamim Iqbal has no contact with Shakib-Hathursingha
Tamim Iqbal has been suffering from a back injury for a long time. He recently received an injection to completely...