বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন
ল্যাসাে টুলের সাহায্যে কীভাবে বিভিন্ন প্রকার সিলেকশন | তৈরি করা যায় –
এডােবি ফটোশপে ছবির কাজ সম্পাদনের জন্য টুলবক্সে । তিনটি ল্যাসাে টুল রয়েছে । ল্যাসাে টুলের সাহায্যে বিভিন্ন প্রকার । সিলেকশন তৈরি করা যায় । যেমন
i . মুক্ত সিলেকশন তৈরি করার জন্য Lasso Tool সিলেক্ট করার পর ক্যানভাসে ক্লিক ও ড্রাগ করে অবৃত্তাকার এবং আঁকাবাঁকা সীমানা বা প্রান্ত বিশিষ্ট সিলেকশন তৈরির কাজ করা যায় । ড্রাগ করা অবস্থায় মাউসের উপর থেকে আঙুলের চাপ ছেড়ে দিলে ঐ অবস্থান থেকে শুরুর ক্লিকের বিন্দুর সঙ্গে রেখা তৈরি হয়ে বদ্ধ সিলেকশন তৈরি হবে ।
ii. সিলেকশন ভাসমান ( Floating ) থাকা অবস্থায় সিলেকশনের মধ্যে ক্লিক করে ড্রাগ করে অন্যত্র সরিয়ে স্থাপন করা যাবে । সিলেকশন কোনাে রং দিয়ে পূরণ ( Fill ) করার পরও ভাসমান সিলেকশন ড্রাগ করে অন্যত্র সরিয়ে স্থাপন করে একই রং বা অন্য কোনাে রং দিয়ে পূরণ করা যাবে ।
iii . রঙের গাঢ়ত্বের পরিমাণ নির্ধারণ করার জন্য ওপাসিটি ব্যবহার করা হয় ।
iv . Edit মেনুর Fill কমান্ড দিলে পর্দায় ফিল ডায়ালগ বক্স । পাওয়া যায় । v . . ফিল ডায়ালগ বক্সের কনটেন্টস অংশে ইউজ ঘরে ফোরগ্রাউন্ড সিলেক্টেড থাকে । প্রয়ােজন হলে ড্রপ – ডাউন তালিকা থেকে পরিবর্তন করে নেওয়া যায় । । ডায়ালগ বক্সের ওপাসিটি ঘরে রঙের গাঢ়ত্ব নির্ধারণী সংখ্যা টাইপ করতে হয় । রঙের পূর্ণ গাঢ়ত্ব হচ্ছে ১০০ % । শতকরা হার ( % ) যত কম হবে রং ততই হালকা হবে । ওপাসিটি ঘরে ৫০ টাইপ করে OK বােতামে ক্লিক করলে সিলেকশনটি ফোরগ্রাউন্ড রঙের ৫০ % গাঢ়তায় পূরণ হবে । ।
vii . সিলেকশন অপশন প্যালেটেও ওপাসিটি আছে । এ প্যালেটের ওপাসিটি কমবেশি করেও পূরণ করে রঙের গাঢ়তা কমবেশি করা যায় ।
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি ল্যাসাে টুলের সাহায্যে কীভাবে বিভিন্ন প্রকার সিলেকশন | তৈরি করি আপনারা
বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন
আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন
জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান
আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ