শাওমি পোকো এম২ মোবাইলটি সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ,২০২০ সালে রিলিজ করা হয়। শাওমি পোকো এম২ মোবাইলটির কালার হচ্ছে লাল,কালো ও নীল। ফোনটির সিম ডুয়াল নেনো ও ২জি,৩জি ও ৪জি সাপোর্টেড। শাওমি পোকো এম২ মোবাইলটির ইউএসবি ভার্সন ২.০ ও ব্লুটুথ ভার্সন হিসেবে রয়েছে ৫.০। মোবাইলটি ইউএসবি টাইপ সি সাপোর্টেড। মোবাইলটিতে গোরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। মোবাইলটি যদি পানিতে ভিজে যায় তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ মোবাইলটি ওয়াটার প্রুফ নয়।
শাওমি পোকো এম২ এই মোবাইলটির রেম ৬জিবি ও রোম ৬৪/১২৮ জিবি দুইটি ভেরিয়ান্টে পাবেন। মোবাইলটির পিছনের ক্যামেরা ও সামনের ক্যামেরা হিসেবে পাবেন ২৮ ও ৮ মেগাপিক্সেল। শাওমি পোকো এম২ মোবাইলটি দিয়ে ভিডিও করা যাবে ১০৮০ পি ফুল এইচডি কোয়ালিটি যা আপনার ভিডিওকে করে তুলবে আরো দ্বিগুণ সুন্দর।মোবাইলটির অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ১০ ও এমআইউআই ১২ যা দিয়ে আপনি লেটেস্ট সব এ্যাপ চালাতে পারবেন এই মোবাইটিতে।
মোবাইলটিতে ব্যাটারি হিসেবে রয়েছে ৫০০০ এমএইচ এর ব্যাটারি ও চার্জার হিসেবে রয়েছে ফার্স্ট চার্জিং ১৮ ওর্য়াড এর চার্জার। আর এই চার্জার দিয়ে আপনি ৩০মিনিটে ৫০℅ চার্জ করে ফেলতে পারবেন এই মোবাইলটির। মোবাইলটির ডিসপ্লে সাইজ ৬.৫৩ ইঞ্চি ও মোবাইলটির ওজন ১৯৮ গ্রাম। মোবাইলটি তৈরি করা হয় চায়নাতে ও এর বাংলাদেশি অফিসিয়াল প্রাইজ ১৫ হাজার ৯শত ৯৯ টাকা।
আশা করি শাওমি পোকো এম২ মোবাইলটির সিকিউরিটি আপনাকে হতাশ করবে না সিকিউরিটি হিসেবে পিছনে ফিন্গারপ্রিন্ট ও সামনে ফেস লক রয়েছে।এছাড়াও রয়েছে প্যার্টান লক, পিন লক, পাসওয়ার্ড লক ও সোয়াইপ লক যা আপনার মোবাইলকে করে তুলবে আরো সিকিউরিটি সম্পূণ।
তো এই ছিল আজকের এই শাওমি পোকো এম২ এর মোবাইল রিভিউ ও ফিচারসমূহ আপনার মতে কেমন মোবাইলটির ফিচারসমূহ কি আপনার আদৌ পছন্দ হয়েছে কিনা তা কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর সবসময় গ্রাথরের সাথে থাকবেন ধন্যবাদ।