এক জার্মান নাগরিক সর্বাধিক সংখ্যক দেহের পরিবর্তনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। র্যাল্ফ বুখহলজ নামে পরিচিত এই ব্যক্তির শরীরে ৫১৬ টি পরিবর্তন হয়েছে। এখন দুটো শিং তার মাথায়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জার্মানির বাসিন্দা ওই ব্যক্তি একটি টেলিকম সংস্থায় কর্মরত। ৪০ বছর বয়সে প্রথম ট্যাটু করিয়েছিলেন রল্ফ। সেই সময়ই প্রথম পিয়ার্সিং করান তিনি। এরপর পেরিয়েছে ২০ বছর।
সময়ের সঙ্গে সঙ্গে নাক, ঠোঁট, ভ্রু, কপাল সমস্ত জায়গাতেই একাধিক পিয়ার্সিং করিয়েছেন। দেহে তৈরি করেছেন অজস্র ট্যাটু। তৈরি করেছেন দুইটি ছোট শিং। জানা গিয়েছে, সর্বাধিকবার দেহে ছিদ্র অর্থাৎ পিয়ার্সিং করানোর জন্য ২০১০ সালে গিনেসের তালিকায় নাম ওঠে রল্ফের। পরে ২০১৪ সালে বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে সাধারণ মানুষের নজরে পড়ে যান তিনি।
শরীরে এত শিল্প, এত পরিবর্তন আসার পরে কেমন লাগে? রাল্ফের মতে, তার হৃদয় খুব বেশি পরিবর্তন হয়নি। তিনি এখনও 40 বছর আগে যেমন ছিলেন ঠিক তেমনটাই আছেন।
নিচের ভিডিও দেখুন: