শিক্ষা জীবনের কিছু কথা

শিক্ষা জীবন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় । শিক্ষার কোন শেষ নেই । তবে এখানে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলছি । প্রাতিষ্ঠানিক শিক্ষা একজন মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে । পাশাপাশি ভালো মানুষ হতেও শিক্ষার কোন বিকল্প নেই । শিক্ষা জীবনের মাধ্যমে একজন অজ্ঞ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি হওয়ার যোগ্যতা অর্জন করে । শিক্ষা জীবনে মানুষ জ্ঞান অর্জন করে নিজেকে প্রকৃত মানুষ করে গড়ে তোলার জন্য । তাই এর লক্ষ্যই থাকে জ্ঞান অর্জন করা । তবে বর্তমানে এর লক্ষ্য অনেকটা পাল্টে গেছে । বর্তমানে মানুষ শিক্ষা অর্জন করেন ভালো বেতনের চাকরির আশায় । যার কারণে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য তারা ভুলেই যায় ।শিক্ষার প্রাথমিক , মাধ্যমিক ,উচ্চমাধ্যমিক এরকম নানা পর্যায় রয়েছে । প্রাথমিক পর্যায়ে মানুষ জীবনে চলার প্রাথমিক জ্ঞানটুকু অর্জন করেন । শিক্ষার মাধ্যমিক পর্যায়ে দেশ, সমাজ, রাষ্ট্র ,বিশ্ব নিয়ে নানা জ্ঞান অর্জন করে নিজের মধ্যে এক অনন্য ব্যক্তিত্ব ধারণ করে । আর উচ্চ মাধ্যমিক পর্যায়ে সে তার জীবনের লক্ষ্য সম্পর্কে জ্ঞান অর্জন করে ।এই শিক্ষা জীবন মানুষকে সফলতা দ্বারে পৌঁছে দেয় । শিক্ষা জীবন জীবনের প্রতিটি পর্যায়ে অনেক সহজ করে দেয় । আরো দেয় যুগের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা । শিক্ষার কোন বয়স নেই । মানুষ যে কোন বয়সেই শিক্ষা অর্জন করতে পারে । ‌ তবে এই শিক্ষা অর্জনের জন্য চাই প্রবল ইচ্ছা ও আগ্রহ । যার শিক্ষার প্রতি আগ্রহ নেই তাকে হাজার মারলেও সে শিক্ষা অর্জন করতে পারবে না। ‌ যারা স্বেচ্ছায় ও স্বচেষ্টায় জ্ঞান অর্জন করে তারাই প্রকৃত শিক্ষিত হয়। অনেকের দেখা যায় লেখাপড়ার প্রতি কোন আগ্রহ নেই তবুও বাবা-মা ও শিক্ষকের ভয়ে বই মুখস্ত করে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল লাভ করে , একে প্রকৃত শিক্ষা বলা যায় না। কেননা এতে সে পড়ার মূল বিষয়টি বুঝতে পারবে না। আর সে বিষয়ে জ্ঞান অর্জন করতেও পারবে না । তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত স্বেচ্ছায় স্বচেষ্টায় বুঝে বুঝে পড়া । প্রয়োজনে বাবা মা বা শিক্ষকের সাহায্য নিতে হবে । এভাবেই প্রকৃত শিক্ষা অর্জন করা যায় । শিক্ষাজীবনে যে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে সেই জীবনে সফলতার স্বর্ণদ্বারে পৌঁছাতে পারে । উদাহরণ হিসেবে আইনস্টাইনের কথা বলা যেতে পারে, ছোটবেলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি আগ্রহ না থাকায় সে খুবই দুর্বল ছাত্র ছিলেন । পরবর্তীতে নিজের চেষ্টা ও আগ্রহের দাঁড়া প্রকৃত শিক্ষা অর্জন করে সফলকাম বিজ্ঞানী ও বিশ্ব সেরা গণিতবিদ হতে পেরেছেন । শিক্ষাজীবনে মানুষ নানা বিষয়ে জ্ঞান অর্জন করে । যেমন: ভালো-মন্দ ,নীতি দুর্নীতি ,রাজনীতি, অর্থনীতি, জ্ঞান-বিজ্ঞান প্রভৃতি । শিক্ষার মাধ্যমে একজন মানুষ অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে ওঠে । শিক্ষাজীবন মানুষকে শিষ্টাচারী, ন্যায় পরায়ণ, পরমতসহিষ্ণু, সময়ানুবর্তি, সৎ, নিয়মানুবর্তি, ধর্ম পরায়ন, সহনশীলতা, সভ্যভাষী, জ্ঞানী প্রভৃতি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ করে তোলে । তাই একজন সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষা জীবনের কোনো বিকল্প নেই ।

Related Posts