শীতের আগমনী বার্তা নিয়ে কবিতা

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। শীতের আগমনী বার্তা নিয়ে কবিতা –

প্রকৃতি বয়ে চলেছে হিম হিম শীতলতা। যা আমাদের জানান দিচ্ছে যে শীত আসতে চলেছে।শীত প্রকৃতিতে বিরাজমান। শীতে চারদিকের রুপ বেশ পরিবর্তন হয়। চারদিকে হিম হিম শীতলতা,গাছের পাতা ঝড়ে যাওয়া, চারদিকের নবান্ন উৎসব আমাদের জানান দিচ্ছে শীত আসতে চলেছে। শীতকালের কৃষকদের ধান কাটা শুরু হয়। তখন ঘরে ঘরে নবান্ন উৎসব চলে।তখন ঘরে ঘরে হরেক রকম পিঠাপুলি দেখা যায়। শীত নিয়ে সকলের তাই বাড়তি আগ্রহের কমতি নেই।কিন্তু সেই সাথে আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় মানুষদের কষ্টের শেষ সচলুন তাহলে জেনে নেই শীতের আগমন নিয়ে রচিত কবিতা।

শীতের আগমন নিয়ে কবিতা

প্রকৃতি আজ হয়ে উঠেছে রুক্ষ সুক্ষ জরাজীর্ণ 

গাছের পাতা হয়েছে জরাজীর্ণ, প্রকৃতিতে হিমশীতল ভাব 

তখনি শীত এলো বলে ভেবে নেয় আম জনতা।

শীতের আগমনে কাজ পড়ে যায় ভাটা

চারদিকে শুধু হীম হীম ভাব ফেটেছে হাত পা 

তবুও মানুষ শীত ভালোভাবে আজ বুঝেছি আমরা।

চারদিকে শুধু রুক্ষতা সুষ্কতা

কষ্ঠে থাকা মানুষগুলো অনুভব করার ক্ষমতা নেই মানুষ রুপী আমাদের। 

শীত শীত শীত অনেকের প্রিয় ঋতু 

কিন্তু কখনো কি ভেবেছে দুঃখিদের

দীন আনে দীন খায় 

তাদের সকল সমস্যা ভারী হয়ে উঠে এই শীতে।

তবুও প্রকৃতিতে শীতের আমেজ 

চারদিকে নবান্নর মেলা,

নবান্ন আনে নবান্ন বানে 

নবান্ন নিয়ে খেলা।

শীত শীত শীত রুক্ষতার ঋতু

কৃষকদের মনে আনে খুশির আমেষ

কৃষকগণ নতুন ফসল ঘরে তুলে

এই নিয়ে খেলা চলে তাদের মনে।

চারদিকে শুধু ফসল ঘরর তোলার আমেজ

বাতাসে বয়ে শীতের ভেলা

হরেক রকম পিঠাপুলিতে চারদিকে সুভাসের খেলা।

শীত শীত শুধু রুক্ষতা নয় কৃষকের খুশির কারণ

শীত শীত প্রকৃতিতে দেখা দেয় স্বপ্ন পুরণের গান।

কৃষকরা ঘরে তুলে তার পরিশ্রমের ফল 

খুশির কারণ শীতের আগমন।

শীত শীত শীত চারদিকে হীম হীম শীত

বাতাসে দেখা দেয় শীতের আমেজ 

চারদিকে পিঠা পুলির সাথে খেজুরের গুড়ের আমেষ

বাতাসে এনে দেয় নবজাগরণ। 

সেই সাথে বাশির মনমাতানো সুর

মন হারিয়ে যেতে চায় বহুদূর

যেখানে থাকবে শীতের হাতছানি প্রকৃতি হয়ে উঠবে শীতল।

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ততদিন সকলের নিজের খেয়ার রাখুন।শীতের আগমনের  আশেপাশের মানুষের সাহায্য এগিয়ে আসুন।অন্যদের উৎদাহিত করুন।মানবের কল্যানে এগিয়ে আসুন।

মাস্ক পড়ুন 

সুস্থ থাকুন

Related Posts

6 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন