শুরু হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০।

১ জানুয়ারি ২০২০ মাননীয় প্রধানমমন্ত্রী বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করেন।

আসা করা হচ্ছে, এইবার এর বাণিজ্য মেলা থেকে আয় পূর্বের সকল রেকর্ড ভেঙে দিবে এবং সফল হবে।

আমাদের দেশীয় পণ্যের প্রচার এর জন্য এই মেলা অনেক গুরুত্ববহ। মাননীয় প্রধান মন্ত্রী বলেন, দুই একটি পণ্যের উপর নির্ভর না হয়ে একাধিক পন্যের উৎপাদনে এর উপর নিজর দিতে হবে।

আমাদের পন্যের মান ভালো হলে আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারব।

বর্তমানে দেশীয় পণ্যের ব্যবহার অনেক বেড়েছে, বিশেষ করে পোশাক এর ক্ষেত্রে, মানুষ এখন দেশিয় বুটিক্স এর উপর বেশি আগ্রহী। দেশীয় পোশাক এর মান ভালো হওয়ায় মানুষ আরামদায়ক মনে করেন দেশীয় পোশাককে।

বাণিজ্য মেলার ৯০% স্টল রেডি,  এখনও কিছু কিছু স্টল এর কাজ চলছে। তারা ২/১ দিন এর মধ্যে স্টল ওপেন করবে বলে আসা করতেছে।

মানুষের চাহিদারর কথা মাথায় রেখে এইবারের বাণিজ্য মেলায় অনেক উন্নত ও মান সম্মত জিনিস উঠানো হয়েছে।

দেশীয় পণ্যের রপ্তানি এইবারের মূল লক্ষ্য। মেলায় এখনো বেচাকেনা জমে উঠে নি, আয়োজকরা বলচে আরও কয়েকদিন পর মেলায় বেচাকেনা বাড়বে । এখন সবাই পরিবার নিয়ে ঘুরতে আসছে। আস্তে আস্তে মেলায় অনেক মানুষ আসবে। মেলার নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়েছে। মানুষ নিরাপদে মেলায় গুরে বেড়াচ্ছে ।

 

Related Posts

5 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন