সবাই দেখে নিন ইলডোরাডো এর আপডেট। এবং জারা কাজ করেন নাই তারাও দেখুন কাজে আসবে।।

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে আরও একটা নতুন এবং ইন্টারেস্টিং পোস্ট নিয়ে আজকের পোস্ট টা খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট যারা আমার কথামতো ইআরডি টোকেনে ইনভেস্ট করেছিলেন তো এখানে কমানোর ইনভেস্ট করেছেন মাত্র দুইজন মানুষ এখানে ইনভেস্ট করেছেন আমি সেই দুইজনের উদ্দেশ্যে ফাস্টে বলে নিচ্ছি। আপনারা দয়া করে আমার এই লিংকের উপর ক্লিক করুন ক্লিক করার পর একটা

                             ভিডিও

চলে আসবে তো আপনি সেই ভিডিও টা দেখে নিবেন। তা না হলে পরবর্তীতে আপনার টাকা গুলি ঝুঁকির মুখে পড়তে পারে তো এখানে ক্লিক করার পর যে ভিডিওটা চলে আসবে সেই ভিডিওটা তে বলা রয়েছে সবকিছু তো আপনারা যারা 25 ডলার ইনভেস্ট করেছিলেন তাদেরকে আবার 50 ডলার করে দেওয়া হয়েছে তারা ডবল টাকা দিয়ে দিয়েছে এবং আপনি যতদিন ধরে ইনভেস্ট করে ছিলেন ততদিন যে করেছিলেন সেই পয়েন্টসহ আপনাকে টাকাটা ব্যাক করে দিয়েছে। আমি আগেই বলেছিলাম এটা হল একটা বিশ্বস্ত সাইট এখানে কাজ করলে কেউ ঠকবেন না। দেখুন এটা যদি ভাল সাইট না হতো তাহলে কিন্তু আমাদের টাকা ব্যাক করে দিত না কিন্তু এই সাইটটা কিন্তু আমাদের টাকা তো দিয়েছেই তাও আবার ডবল করে দিয়েছি। পাপা নিচে দেখতে পাচ্ছেন যে আমার কথা মত মাত্র দুইজন কাজ করেছিলেন তারা কিন্তু তাদের 25 ডলার দিয়ে তারা কাজ করেছিলেন এবং তাদেরকে আবার 25 ডলার ব্যাক করে দিয়েছে মানে মোট হলো 50 ডলার এবং আপনার যতদিন থেকে ইনভেস্ট করেছিলেন যতগুলি কয়েন আর্নিং করেছেন সেগুলো সহ আপনাকে আরো 25 ডলার তারা ব্যাক করে দিয়েছে। তারা এটা করার কারণ হলো আপনারা জানেন বিশ্বে অর্থনৈতিক দিক কিন্তু খুব দুর্বল হয়ে পড়ছে কোন ভাইরাসের জন্য তাই তাদের কোম্পানি যারা ইনভেস্ট করেছিলেন তাদের টাকা ব্যাক করে দিয়েছে। আজকের পোস্টটি শুধুমাত্র আপডেট এর জন্য কারণ আমি যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমার সেই চ্যানেলে কেউ এখনো পর্যন্ত ফলো করে নাই সেই জন্য আমাকে এখানে পোস্ট করতে হলো কষ্ট করে শুধুমাত্র তাদের জন্য করছি যে দুইজন আমার কথা মত কাজ করেছিলেন এবং তারা যদি আরো কোন অ্যাপস বা সাইট নিয়ে চলে আসে তাহলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আপনার অবশ্যই সেখানে কাজ করবেন। আর যেই দুইজন আমার কথা মত কাজ করেছিলেন তারা অবশ্যই উপরের ভিডিওটি দেখে আসুন এবং আপনাদের কয়েন গুলো আপনারা

উইথ ডকরে নিন। তো আমি যেমন বলেছিলাম যে কয়েনগুলি বিটকয়েনের মাধ্যমে নিতে পারবেন কিন্তু তারা এটা আর রাখেনি প্রথমে আপনাকে মারকাটক্স সাইটে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে আপনার কয়েনগুলো নিতে হবে তারপর আপনি এক্সচেঞ্জ করে বিটকয়েন এ নিয়ে নিবেন কিভাবে নিবেন ভিডিওতে বলা রয়েছে।

এবং আমার আরেকটি পোষ্ট চলে আসবে আজকে এখন এডমিন ভাইরা যদি অ্যাপ লক করে তাহলে আজকে চলে আসবে আমি বলেছিলাম যে আমি মাসে 20 থেকে 25 টা মাইনিং সাইট আপনাদের সাথে শেয়ার করব সেগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন যদি সেখান থেকে ৫টার ও পেমেন্ট পান তাহলে আপনাদের তিন থেকে চার হাজার টাকা অনায়াসে উঠে যাবে আর আপনারা জানেন মাইনিং সাইট থেকে কিন্তু কোন প্রকার কাজ করতে হয় না শুধু মাত্র দুই একটা রেফার করলেই আপনাদের অ্যাকাউন্ট টা কিন্তু শক্তিশালী হয়ে যাবে আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং এই কোম্পানি যদি আরো কোন সাইট নিয়ে আসে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ।

Related Posts

13 Comments

মন্তব্য করুন