সর্বকালের সেরা ৫টি ফুটবল গেমস এর বাংলা রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বেশি কথা না বলে শুরু করি আজকের এই পোস্টটি।
১.এক্রটির্ম ফুটবলঃ
এই গেমসটি সচরাচর আমাদের বাস্তবে দেখা সেই বড় স্টেডিয়াম ও বড় বড় সব তারকা খেলোয়াদের এনিমেশনের আদোলে তৈরি কোনো গেমস নয়।এই গেমসটিতে আপনাকে একটি ছোট ফুটবল মাঠ দেওয়া হবে সেখানে আপনার কিছু সদস্যা থাকবে তো আপনি শুরুতে এই সদস্যাদের কোনো পাওয়ার থাকবে না আপনাকে আসতে আসতে তাদের ডেভেলপমেন্ট করতে হবে আর ম্যা খেলতে হবে চাইলে আপনি উপরের দেওয়া স্কিনশ র্ট এর মতো ঠিক এই গেমসটি নামিয়ে নিতেন পারেন।
২.রিয়েল ফুটবলঃ
নাম শুনে কি মনে হচ্ছে আসল ফুটবল হ্যা ঠিক তাই এই গেমসটিতে আপনাকে সকল আসল প্লেয়ার দেওয়া হবে লাইক মেসি নেইমার ইত্যাদি।আপনি চাইলে এই গেমসটি অনালাইন ও অফলাইন দুই মাধ্যমে খেলতে পারবেন।এই গেমসটির আরো একটি মজার বিষয় হলো এটি ১জিবি রেম এ ও খেলা যায়।
৩.ড্রিম লিগ সোকার ২০২০:
ড্রিম লিগ গেমসটি দিন দিন খুব ভালোমানের ডেভেলপমেন্ট করছে আর এই ডেভেলপমেন্ট এর জন্য মানুষ এই গেমসটির দিকে ঝুকছে।আপনি চাইলে নিজের স্টেডিয়াম তৈরি সহ যেকোনো টুনামেন্ট এ অংশগ্রহণ করতে পারবেন।গেমসটি অনলাইন ও অফলাইন এ খেলা যায়।
৪.ফিফা ২০২০:
এই গেমসটি আগে পিসির জন্য ছিল শুধু বর্তমানে এটিকে এন্ড্রয়েডের জন্য তৈরি করা হয়েছে।এই গেমসটির গ্রাফিক ডিজাইন অনেক স্ট্রং ও কালারফুল।যদি ভালো মানের ফুটবল গেমস খেলতে চান ট্রাই করতে পারেন।
৫.পিইএস ২০২০:
বর্তমানে এন্ড্রয়েড এর তালিকায় শীর্ষ স্হানে এই গেমসটি থাকার কথা বলে আমার মনে হয়।এই গেমে পিইএস এর সকল খেলোয়ারকে পাবেন ও পিইএস এর সকল খেলোয়াড়দের তথ্য রয়েছে এই গেমে।যদি বিভিন্ন লিগ এর খেলা আপনার পছন্দ হয় তাহলে দেখতে পারেন এই গেমসটি।