প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের অন্যতম চিরসবুজ সুন্দর এবং শান্তিপ্রিয় জায়গা পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অবস্থান সাজেক। তবে সাজেক রাঙ্গামাটি জেলার মধ্যে অবস্থিত হলেও ভৌগলিকগত পরিবেশের কারণে খাগড়াছড়ি দিক দিয়ে যেতে হয়।
বাংলাদেশ যতগুলো পর্যতন গড়ে উঠেছে তাদের মধ্যে সেরা হল সাজেক। যেদিকে চোখ যায় চারিদিকে শুধু সবুজ পাহাড় আর পাহাড়, দেখলে মনে হবে তুলতুলে মেঘোমালা আপনাকে জড়িয়ে আসে। স্বপ্নের মত এরকম সুন্দর দৃশ্য বাস্তবে দেখা যাবে একমাত্র সাজেক ভ্যালি গেলে।
বাংলাদেশের কোথাও এরকম সুন্দর দৃশ্য দেখা যাবে না, এরকম দৃশ্য দেখতে হলে হয়তো অনেক দূর পাড়ি দিতে হবে অজানা কোন দেশে। কিন্তু আনন্দের এবং গর্বের বিষয় হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রয়েছে এরকম সৌন্দর্য এক তীর্থস্থান-তার নাম সাজেক ভ্যালি।
আসলেই সামান্য লেখাতেই সাজেকের রূপ তুমি ধরা যাবেনা। রূপের তুলনা হয়না। বছরই বর্ণিল সৌন্দর্যে সেজে থাকে সাজেক ভ্যালি। দিন যেকোনো সময় সাজেক ভ্রমণ করতে পারবেন।
তবে বর্ষাকালে সাজেকের সৌন্দর্য বহুগুন বেড়ে যায়। সবুজ পাহাড়ের কোলে বৃষ্টির পানি ঝরে পড়বে আপন মনে সে দিকে তাকালেই আপনি দৃষ্টি ফেরাতে পারবেন না। মুহূর্তে মেঘেরা ছুটে আসবে নিজ গতিতে। সাজেকে যাবার পথে আপনি মনমুগ্ধকর ঝর্না গুলো দেখতে পাবেন। বর্ষার সময় সাজেক যেন পৃথিবীর এক মনোরম ভূস্বর্গ। কখনো টুপটাপ বৃষ্টি, কখনো হিমেল বাতাস, কখনো মেঘের ভেলায় আপন ভূলে নিজে হারিয়ে যাবেন টের পাবেন না।
সাজেক প্রতিটা ভোর অফুরন্ত সুন্দর। প্রিয়জনের পাশে বসে গল্প করার মনমুগ্ধকর স্থান সাজেক। তবে একাকী থাকলেও ভালো লাগে।সাজেক যেতে হলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয়। শরীরের ক্লান্তি গুলো পাহাড়ের আঁকাবাঁকা পথ পাড়ি দেয়ার সময় মনের অজান্তেই হারিয়ে যায়।