সাপের মাথায় আসলে মনি বা মুক্ত হিসেবে কিছুই থাকেনা বলেছেন বিজ্ঞানীরা!

সাপকে কে না ভয় পায় সেটা ছোট হোক বা বড় আপনি এক সময় হল সাপকে ভয় পেতেন হয়তো এখন পান না তবে এক সময় অর্থাৎ ছোটকালে হলেও সাপকে ভয় পেতেন।।।।

সাপ একটি সরিসৃপ প্রানী এটার গায়ে বিষ থাকে অর্থাৎ বিষধর সাপের বিষ থাকে আবার কিছু কিছু সাপ আছে যাদের গায়ে কোন বেশি থাকেনা ।

আমরা টিভিতে অর্থাৎ সিনেমাতে বিভিন্ন ধরনের সাপের সিনেমা দেখে থাকি এইসব সবগুলোতে দেখা যায় তাদের মাথায় মনি অথবা মুক্তা থাকে

সেই মণিমুক্তা নেওয়ার জন্য দেখা যায

ভিলেন আবার উঠেপড়ে লাগে তেমনি এটা নিতে পারলেই সে বিশ্বের ধনী লোক হয়ে যাবে অথবা অমর হয়ে যাবে

কিন্তু তা আসলে আদৌ সত্য কি আসলে বর্তমান যুগে বিজ্ঞান বলে সাপের মাথায় আসলে কোন ধরনের মনি মুক্তা থাকে না সবে মাত্র একটা গুজব ।

কারণ সাপের মাথায় মনি মুক্তা থাকার কোন প্রশ্নই আসে না সাপ একটা সরীসৃপ প্রাণী এটার মাথায় কেন মনিমুক্তা হবে মণিমুক্তা তো খনিতে পাওয়া যায় সাপের মাথায় নয়

তো আপনি হয়তো বলতে পারেন তাহলে সাপের মাথায় মনি মুক্তা থাকে কথা শুনি কেন আপনি হয়তো এটা শুনতে পারেন এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা।

লোকে শোনা কথায় সব কথায় কান দিতে নেই কারণ আজ পর্যন্ত কেউ দেখেনি যে সাপের মাথায় মনি মুক্তা আছে বা কেউ এই পর্যন্ত বলে নিচে সাপের পাতা থেকে মনি মুক্তা আমি নিয়েছি নিয়ে আনলাম

বর্তমানে বিজ্ঞান বলে সাপে অতিরিক্ত শরীরে যদি বিষ খুব বেশি থাকে তাহলে সেটা তার মাথার উপরের দিকে চলে আসে আর তখন তার বিশেষ কারণে মাথার উপরের দিকটা জল চকচক করতে থাকে

আর সেটা একটা মনির মত দেখায় এটার মানে হল যে হিসাবে শরীরে প্রচন্ড থাকে, থাকলে তার মাথাটা জ্বলজ্বল করতে থাকে প্রচণ্ড

বিশেষভাবে আর অতিরিক্ত বিষের চাপে তার মাথার উপরের দিকটা একটু ফুলে যায় এবং সেটা চকচক করে এবং মণিমুক্তা মত দেখায় তাই লোকজন ভাবে সাপের মাথায় মনি অথবা মুক্তা থাকে।

তো বন্ধুরা এটাই ছিল আজকের পোস্টের বিষয়ে আপনারা জানলেন যে সাপের মাথায় আসলে মনিমুক্তা বলে কিছুই থাকেনা।

এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা কারণ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছি সাপের মাথায় আসলে কোন মনি মুক্তা থাকে না বন্ধুরা আশা করি পোস্টটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে

ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখবেন ধন্যবাদ সবাইকে

Related Posts