বিসিএসসহ যেকোনো চাকুরির পরীক্ষায় সাম্প্রতিক বিষয়ের উপর সাধারণ জ্ঞান রাখা খুবই জরুরী। সেদিক বিবেচনায় আজকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগৃহিত কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান তুলে ধরা হলো।
১। দেশের ২৪তম স্থল বন্দর – ভোলাগঞ্জ।
২। ভোলাগঞ্জ স্থল বন্দরটি – কোম্পানিগঞ্জ সিলেটে অবস্থিত।
৩। স্থল বন্দর ঘোষণা করা হয় – ২৫ জুলাই, ২০১৯ সালে।
৪। মোংলা বন্দরের পূর্ব নাম – চাঁদপাই বন্দর।
৫। ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা – চাকমা ভাষা।
৬। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি বাতিল করে – ২ আগষ্ট, ২০১৯ সালে।
৭। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় – তাইওয়ান।
৮। ৩১ জুলাই ২০১৯ তিন তালাক নিষিদ্ধ হয় – ভারতে।
৯। ২০ আগষ্ট ২০১৯ সুদানের নবগঠিত স্বাধীন কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে – আব্দেল ফাত্তাহ আল বুরহান।
১০। ২১ আগষ্ট ২০১৯ সুদানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন – আবদাল্লা হামদোক।
১১। পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত কোন বন – আমাজন।
১২। ভারতের সংবিধানে জম্বু ও কাশ্মীরের জন্য প্রবর্তিত ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫ (ক) ধারা বাতিল করা হয় – ৫ আগস্ট ২০১৯।
১৩। জম্বু ও কাশ্মীর রাজ্য পুনর্গঠন আইন, ২০১৯ রাষ্ট্রপাতি স্বাক্ষর করে – ৯ আগস্ট, ২০১৯।
১৪। ৩১ অক্টোবর,২০১৯ ভারতের রাজ্য সংখ্যা হবে – ২৮ টি।
১৫। ৩১ অক্টোবর, ২০১৯ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল সংখ্যা হবে – ৯টি।
১৬। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) বর্তমান সদস্য দেশ – ৯১টি।
১৭। ১৫ জুলাই কোন দেশ IHO’র সদস্যপদ লাভ করে – সলোমন দ্বীপপুঞ্জ।
১৮। বিশ্বে রপ্তানীতে শীর্ষদেশ – চীন।
১৯। বিশ্বে আমদানীতে শীর্ষদেশ – যুক্তরাষ্ট্র।
২০। বস্ত্র রপ্তানীতে শীর্ষ দেশ – চীন।
২১। বস্ত্র আমদানীতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র।
২২। বস্ত্র আমদানীতে বাংলাদেশের অবস্থান – চতুর্থ।
২৩। পোষাক রপ্তানিতে শীর্ষ দেশ – চীন।
২৪। পোষাক আমদানীতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র।
২৫। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান – দ্বিতীয়।
[নোট: রপ্তানীতে শীর্ষ – চীন, আমদানীতে শীর্ষ – যুক্তরাষ্ট্র]
তথ্যসূত্র: কারেন্ট অ্যাফেয়ার্স (সেপ্টেম্বর, ২০১৯)।