সিম হ্যাক হলে বোঝার উপায় কি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। হ্যাকিং এর জগতের সাথে আমরা সবাই পরিচিতি। অনেকে হ্যাকিং বলতে কেবল ফেসবুক, ইন্সটাগ্রাম, গুগল অ্যাকাউন্ট এর মত সীমিত কিছু বিষয়কে বুঝেন।
কিন্তু ইন্টারনেট ভিত্তিক যতকিছু আছে সমস্ত বিষয় কিন্তু হ্যাকিং এর সাথেই জড়িত। অর্থাৎ ইন্টারনেট ভিত্তিক যেকোনো কিছু হ্যাক হতেই পারে। তবে আজকে আপনাদের সাথে সিম হ্যাক এর বিষয়ে আলোচনা করবো।
একজন হ্যাকার চাইলে আপনার ফোনের সিম হ্যাক করে নিতে পারে। একটি সিমের মধ্যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ থাকে। আর তাই সিমটি হ্যাক হলে আমাদের অনেক বড় ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে।
আর তাই যদি আপনি সিম হ্যাক এর বিষয়টা বুঝে নিতে পারেন তবে আপনি হয়তো এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কিভাবে বুঝবেন আপনার সিমটি হ্যাক হয়েছে সেটা আপনাদের নিচে বিস্তারিত বুঝিয়ে বলছি।
সিম হ্যাক হলে বোঝার উপায় ?
ধরুন আপনার সিমটি হ্যাক হয়েছে কিন্তু আপনি নিজেও জানেন না যে আদৌ আপনার সিমটি হ্যাক হয়েছে কিনা। এক্ষেত্রে কিভাবে আপনি চেক করবেন বা বুঝবেন যে আদৌ আপনার সিমটি হ্যাক হয়েছে নাকি হয়নি।
তো আমি নিচে কয়েকটি সহজ টিপস আপনাদের দিচ্ছি যেগুলোর মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার সিমটি আদৌ হ্যাক হয়েছে নাকি হয়নি।
১. আপনার ফোনের সেটিংস অপসন থেকে নেটওয়ার্ক সেটিংস এর আওতায় থাকা data connectivity details এ গিয়ে আপনার নাম্বার এর তথ্য সমুহ লক্ষ করুন। ভালোমতো চেক করুন সেখানে আপনার নম্বর ব্যতীত অন্য কারো নম্বর এর উপস্থিতি রয়েছে কিনা।
২. আপনার সিম এর ইনকামিং এবং আউটগোয়িং এর সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে একটি অ্যাপ এর সাহায্য নিতে পারেন। অ্যাপটির নাম হচ্ছে Network info, যেটি প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যাপটি ইনস্টল করে আপনার সিম নেটওয়ার্ক এর সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো চেক করে নিন।
৩. আপনার সিম হ্যাক হয়েছে কিনা এই বিষয়ে জানতে আপনার নিকটস্থ সিম অপারেটর কোম্পানি (আপনার সিম অপারেটর অনুয়ায়ী) এর কাছে গিয়ে আপনার নম্বরটি পরীক্ষা করিয়ে নিন। তাদের কাছে গিয়ে আপনার সমস্যার কথা জানালে তারা আপনার সিম নম্বরের ডায়াগনস্টিক পরীক্ষা করার মাধ্যমে আপনাকে রিপোর্ট জানিয়ে দিবে।
৪. আপনার ফোন নম্বরটিতে অন্য একটি ফোন নম্বর থেকে কল করুন, প্রয়োজনে টেক্সট মেসেজ করতে পারেন। যদি কেউ কল কেটে দেয় কিংবা রিসিভ করে অথবা টেক্সট এর রিপ্লাই করে থেকে তাহলে আপনি সহজে বুঝে নিতে পারবেন যে আপনার ফোনের সিমটি কেউ হ্যাক করেছে।
৫. অনেক সময় সিম হ্যাক হলে সেটি কিছুটা ভিন্ন ব্যবহার করে কাজের ক্ষেত্রে। যেমন কাউকে কল দিলে না যাওয়া, টেক্সট না হওয়া, ওয়ার্ণিং মেসেজ ইত্যাদি। আপনার ফোন হ্যাক হলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।
যদিও সিম হ্যাক খুব একটা হয়না। তবুও যদি আপনার মনে হয় আপনার সিমটি সুরক্ষিত আছে কিনা তাহলে আপনি উক্ত বিষয়গুলোর মাধ্যমে বিষয়টা বুঝতে পারবেন।