আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।আজকে আমি আপনাদের জানাব এয়ারটেলের ছাত্রদের জন্য বিশেষ নেটপ্যাকের কথা।
করোনাভাইরাস মহামারীতে থমকে গেছে।লাশের স্তূপ দিনকে দিন বেড়েই চলেছে,নতুন নতুন দেশে লাশের সংখ্যা লাফিয়ে লাফিেয় বাড়ছে।বাংলাদেশও এই মহামারী থেকে মুক্ত নয়।ফলে ক্রমশ দীর্ঘ হতে থাকা ঘরবন্দীর দিনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে দিন আনে দিন খাওয়া সাধারণ মানুষ।তাই সরকার সাধারণ মানুষের জীবিকার কথা ভেবে লকডাউন শিথিল করলেও স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনাও বলতে গেলে থমকে পড়েছে।দীর্ঘদিন যাবত বন্ধ থাকায় সরকার টিভিতে ক্লাস নেওয়া আরম্ভ হলেও তা শুধুমাত্র স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য,বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নয়।আবার বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ উদ্যোগে ক্লাস নেওয়া শুরু হলেও অধিকাংশ শিক্ষার্থীরা অর্থনৈতিক সংকটে নেট কিনতে অসামর্থ্য হওয়ায় এবং নেটওয়ার্ক বিড়ম্বনায় পড়েছে সংকটে।
তাই এই সংকটের মধ্যেও মোবাইল সিম নেটওয়ার্ক এয়ারটেল নিয়ে এলো শিক্ষার্থীদের জন্য সুলভ মূল্যের ইন্টারনেট প্যাক।এই নেটপ্যাকটির নাম দিয়েছে তারা ‘অনলাইন ক্লাস-৫০ জিবি’।এই প্যাকটি কিনতে হলে শিক্ষার্থীদের মাত্র ৩০০ টাকা খরচ করতে হবে।৩০০ টাকা খরচ করেই ৫০ জিবি নেট প্যাক তারা ৩০ দিন মেয়াদে ব্যবহার করতে পারবে।শিক্ষার্থীদের বাইরেও অন্যরা কিনতে চাইলে কিনতে পারবে।তার জন্য আগে আপনার মোবাইলে ‘মাই এয়ারটেল অ্যাপ’ অথবা ‘এয়ারটেল লাইট অ্যাপ’ থাকতে হবে এবং মোবাইলে ৩০০ টাকা রিচার্জ থাকতে হবে।প্লে স্টোর থেকে এই নামে অ্যাপগুলো সার্চ দিলে পেয়ে ডাউনলোড করে নিতে পারবেন।তারপর আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে এয়ারটেল সিম মোবাইলে থাকতে হবে,না হলে খুলতে পারবেন না।তারপর অ্যাপে মোবাইলে চালু এয়ারটেল নাম্বারটি একটি ওটিপি মেসেজ আপনার মোবাইলে আসবে।সেই ওটিপি পাসওয়ার্ড অ্যাপে ওটিপির জায়গায় দিলে অ্যাকাউন্ট খুলে যাবে।তারপর ইন্টারনেট প্যাক অপশনে গেলে অনলাইন ক্লাস-৫০ জিবি প্যাকটি পাবেন।এই প্যাকটি অ্যাপের বাইরে কোথাও পাবেন না।এখন ওই প্যাকের পাশে ডানে ৩০০ টাকা চার্জে ক্লিক করলেই প্যাকটি পারচেজে বিস্তারিত তথ্য আসবে।সেখান থেকেই প্যাকটি কিনে নিবেন।তারপর আপনার মোবাইলে কনফার্মেশন মেসেজ আসবে,আপনি প্যাকটি কিনেছেন।এভাবেই আপনি প্যাকটি কিনে নিতে পারবেন।এভাবে প্যাকটি কিনে অনলাইনে ক্লাস করুন আর লকডাউনের সময় উপভোগ করুন।
বন্ধুরা,আমার পোস্টটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন।ধন্যবাদ।