সে কি আমার ছিলো? (শেষ পর্ব)

পর্ব ২

সেই মেয়েটির সাথে এই প্রথম দিন আমার পরিচয় আর এই দিন থেকেই আমি রোজ আমাদের কোথা শুরু হয়। প্রথম দিকে আমি প্রতিদিন তাকে নক করতাম। প্রায় সারা দিনই তার সাথে কথা হতো। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা অচেনা থেকে বন্ধুত্বপূর্ণ হয়ে গেলো। কয়েক মাস পর থেকে মেয়েটি আমাকে রোজ নক করত। আর আমি যদি রিপ্লাই না দিতাম বা দিতে দেরি হতো অই দিন তো আর তার সাথে কথাই বলা যেতো না। আমার সাথে রাগ করে বসে থাকতো। আর আমার ও ওর সাথে কথা না বললে দিন কাটতো না।

  • একদিন যদি ওর সাথে কথা না বলতাম আমার আর ভালো লাগতো নাহ।
  • ধিরে ধিরে ওর প্রতি আমার একটা দূর্বলতা সৃষ্টি হয়।
  • আমার মনে হতো আমি ওকে ভালোবেসেফেলেছি।
  • মনে হতো তাকে ছাড়া আমি বাচবো না। কিন্তু আমি
  • কখনোই তাকে এই কথাটা বলার সাহস পাই নি।
  • আমার মনে হতো সেও আমাকে পছন্দ করতো।

কিন্তু হতে পারে আমি ভুল ছিলাম। আমি মাঝে মাঝে ভাবতাম সত্যিই কি মেয়েটি আমাকে ভালোবাসে। ও সেভাবে আমার সাথে কথা বলতো তাতে তো মনে হওয়াই সাভাবিক।ওর বলা প্রতিটি কথা আমি আমার মনে রেখে দিতাম। ওর দেয়া সব ছবিগুলো আমি রেখে দিতাম আর যখন ওর কথা মনে পরত তখনই আমি ছবিগুলো দেখতাম আর ভাবতাম কবে সেই দিনটা আসবে যেদিন আমি ওর সাথে দেখা করতে পারবো। সে কতটা না সুন্দর লাগবে সামনে থেকে দেখতে।

আমাদের সম্পর্কটা কেমন ছিলো তা জানতাম না।

তবে আমি ঠিক বুঝেছি যে আমি ওকে ভালোবাসি।

কিন্তু সে কথাটা বলার সাহস পাই নি। ও বুঝতে পারতো কিন্তু ও কখনোই বলতে চায় নাই। আমি না না ভাবে ওকে বুঝানোর চেষ্টা করতাম কিন্তু আমি জানি না ও বুঝতো নাকি বুঝেও না বুঝার ভান করে থাকতো। হয়তো ও সরাসরি আমার মুখ থেকে শুনোতে চায়। আমি জানতাম যে ও আমাকে অনেক ভালো বন্ধুর মতো ভাবে। ওকে একথাটা বলা কি ঠিক হবে। যদি ও আমাকে সারা জীবনের মতো ভুলে যায়। আর যদি আমার সাথে কোনো সম্পর্ক না রাখে।

একথা ভাবতে ভাবতে একদিন রাতে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আজ যাই হোক না কেনো আমি ওকে আমার মনের কথাটা বলবই। আমি তাকে মেসেজ দেয়ার জন্য যেই না আমার মোবাইল চালু করলাম দেখি ও আমাকে একটি মেসেজ পাঠিয়েছে।

কি ছিলো মেসেজটিতে। সে বলেছে যে সে আর এই ফেসবুক আইডি চালাবে না। তার এই আইডি তে কিছু সমস্যা হচ্ছে। তাই একটি নতুন আইডি খুলবে।

আর বলেছে যে নতুন আইডি খুলে আমায় মেসেজ করবে। আমাকে অপেক্ষা করতে বলল।

তারপর কয়েকদিন পারে আমি চেক করলাম কিন্তু তাকে পেলাম না।

এভাবে দিন গেলো, মাস গেলো, এমনকি দেখতে দেখতে বছর চলে গেলো।

কিন্তু তার দেখা আমি আর পেলাম না।

আমি প্রতিদিন চেক করতাম। ওর আগের আইডিতেও দেখতাম কিন্তু কোনো লাভ নেই।

এখনো তার দেখা পাইনি। তবে এখনো তার প্রতি

একটা টান রয়ে গেছে। এখনো তার জন্য কিছুটা আশা জেগে আছে মনে।

কিন্তু কি লাভ?

সে কি আদোও আমার ছিলো?

যদি থাকে তবে কবে ছিলো? আর কেনোই বা

অল্প কিছু সময়ের জন্য আমার কাছে এসেছিলো।

হয়তো বা আমাকে আসল ভালোবাসার সাধ দেখাতেই এসেছিলো।

সমাপ্তি।

ধন্যবাদ।

১ম পর্ব

 

Related Posts

29 Comments

  1. আপনারা যারা নতুন অনলাইনে এসেছেন এবং যারা মোটামুটি অনলাইন মোটামুটি জানেন তাদের জন্য আমার ১৫ জন মিলে একটা টিম তৈরি করে একটা সাইট তৈরি করেছি আপনারা সেখানে সব রকম টিউটোরিয়াল আর্টিকেল পোস্ট পেয়ে যাবেন নিচের লিংকে যান ↓

    আমাদের সাইটের লিংক নিচে ↓
    https://www.expertbd.gq/

    অনলাইন ইনকাম ব্লগ সাইট থেকে জনতে লিংক নিচে↓
    https://www.expertbd.gq/2021/12/blogger-income-expertd.html

    টুইটার ফলোয়ার বাড়ানোর ৫ টি টিপস
    https://www.expertbd.gq/2021/12/blog-post_13.html

    পিটিসি সাইট থেকে ইনকাম জনতে লিংক নিচে↓
    https://www.expertbd.gq/2021/12/realme-5i-4gb64gb-price-in-bangladesh.html

    জিপিটি সাইট থেকে ইনকাম জনতে লিংক নিচে↓
    https://www.expertbd.gq/2021/12/blogger-income-expertd.html

    wapkiz সাইট দিয়ে ব্লগ সাইট তৈরি করা জনতে লিংক নিচে↓
    http://www.hilplife360.gq/

    টুইটার থেকে ইনকাম জনতে লিংক নিচে↓
    https://www.expertbd.gq/2021/12/blog-post_13.html

    Freedom থেকে ফ্রী ডোমেইন নেয়ার নিয়ম জনতে লিংক নিচে↓
    https://www.expertbd.gq/2021/12/freenom-poblome-for-freenom-free-domain.html

    আপনারা আমাদের ইউটিউব চেনেলটি নিচে লিংকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আমরা যখোন ভিডিও আপলোড করা সুরু করবো তখোন আপনি পয়ে যাবেন নিচে লিংক ↓
    https://youtube.com/channel/UCuhS8Xd4fc5SZzq3hQwfzrg

    আপনি আরো জানতে আমদের সাইটে গেলে বুঝতে পারবেন ৫০টি বেশি টপিক ১হজার আর্টিকেল প্রকাশ করা আছে…

মন্তব্য করুন