সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম মোবাইল ফোনের জন্য কি বেশি গুরুত্বপূর্ণ রেম প্রসেসর নাকি ডিসপ্লে। তাই আজকাল সবাই প্রায় প্রশ্নটিই করতেছে আমার কমেন্টে তাই আজকে নিয়ে এলাম এই প্রশ্নের উত্তর। তো বিসমিল্লা বলে আমাদের আজকের উত্তর শুরু করি
আজকের শিরোনাম মোবাইলের জন্য কি বেশি প্রয়োজন রেম প্রসেসর নাকি ডিসপ্লে উত্তর
১. প্রথমে নিয়ে আসলাম র্যাম কি প্রেম হল মোবাইলের ইন্টারনেট মেমোরি অর্থাৎ এটা যত বেশি হবে আপনি তত বেশি মোবাইলে গেম খেলতে পারবেন। রেম ভালো হলে ফোনের কাজ করতে অনেক সুবিধা হয় আপনারা যদি কম দামের ফোন কিনেন তাহলে 3gb জিবি র্যাম নিবেন কেননা আপনারা যদি তিন জিবি র্যামের নিয়েছিলেন তাহলে আপনারা আপনাদের প্রিয় পাবজি এবং ফ্রী ফায়ার গেম একটু সমস্যা হবে খেলতে। তাই আপনারা যদি কম দামের ফোন কিনেন তাহলে সর্বনিম্ন 3gb র্যাম অবশ্যই নিবেন তা না হলে কিন্তু সব রকমের গেম আপনারা খেলতে পারবেন না।
এবার আসি প্রসেসর কি তা নিয়ে প্রসেসর স্পিড কার্যকর ক্ষমতা। আপনি যদি 6 জিবি রেম অন্যান যদি আপনার প্রসেসর ভালো না হয় তাহলে কিন্তু আপনি অনেক ঝামেলা তো পড়তে হবে। মোবাইলের জন্য রেম প্রসেসর দুটি গুরুত্বপূর্ণ বেশি তবে আজকাল সবাই শুধু দেখেছি কম বেশি কিন্তু রেম বেশি দেখে ফোন কিনলেন কিন্তু পরে এসে দেখলেন যে আপনার প্রসেসর এক্কেরে খারাপ কোয়ালিটির প্রসেসর দিয়েছে না কেনাই ভালো। ফোন না কেনাই ভাল উত্তম।ফোন কেনার সময় অবশ্যই এবং প্রসেসর ভালো দেখে নিবেন প্রসেসর এবং র্যাম ভালো দেখে নিবেন ভালো দেখে নিবেন।
এবার আসি মোবাইলের জন্য ডিসপ্লে কি বেশি গুরুত্বপূর্ণ কিনা
ডিসপ্লে আসলেই ডিসপ্লে মোবাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ডিসপ্লে ভালো দেখে নিতে হবে। ধরেন আপনি যদি প্রসেসর এবং রেম ভালো নিলেন কিন্তু ডিসপ্লে খারাপ হয়ে গেলে তাহলে কিন্তু আপনার ফোন বেশিদিন চলবে না।।আইফোন কেনার সময় অবশ্যই স্ন্যাপড্রাগন এর প্রসেসর নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই ডিসপ্লের আল্ট্রা এইচডি প্লাস ডিসপ্লে নেবেন। আমি তো আগেই বলছি র্যাম অবশ্যই তিন জিবি এর উপর নেওয়ার চেষ্টা করবেন আর বুঝবই বা 1gb দিলেন আপনাদের গেম খেলতে একটু অসুবিধা হতে পারে। তবে অবশ্যই 3gb র্যাম নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই কম টাকার বাজেট হলেও।। তবে শেষে বলি যে ফোনের জন্য রেম প্রসেসর এবং ডিসপ্লে খুবই গুরুত্বপূর্ণ তিনটায়। আজ আর না আবার দেখা হবে পরবর্তী অংশে