হাতে ঘড়ি পড়তে আমরা সবাই পছন্দ করে থাকি। কেননা হাতে ঘড়ি পড়লে এটি আমাদের ব্যাক্তিত্বের মধ্যে এনে দেয় এক ধরনের আভিজাত্য।
স্কুল কলেজ, ভ্রমণ যেখানেই যান যদি হাতে একটি ঘড়ি থাকে তাহলে আপনাকে দেখতে অন্যদের তুলনায় অনেকটা হ্যান্ডসাম লাগবে। এছাড়াও ঘড়ি আমাদের সময়ের নির্দেশ দিয়ে থাকে। তবে স্মার্ট ওয়াচ (Smart watch) এর বিষয়টা কিছুটা ভিন্ন। স্মার্ট ওয়াচগুলো স্মার্ট প্রযুক্তি দ্বারা তৈরি। সাধারণ কোনো ঘড়ির তুলনায় এটি অনেক জনপ্রিয় এবং এটি ব্যবহারের রয়েছে অনেক সুবিধা। আজকালের সময়ে অনেকে ফ্যাশন কিংবা অনেকে আবার নিজেদের কাজে ব্যবহার করছে স্মার্ট ঘড়ি গুলোকে। তবে আমাদের মধ্যে হয়তো অনেক জানিনা যে Smart Watch আসলে কি? তো চলুন জেনে নেওয়া যাক।
স্মার্ট ওয়াচ কি? (What is Smart Watch?)
স্মার্ট ওয়াচ মূলত এক ধরনের ঘড়ি। তবে এটি আর পাঁচটি সাধারণ ঘড়ির তুলনায় অনেকটা আলাদা। Smart Watch সাধারণ ঘড়ির তুলনায় অনেক উন্নতমানের হয়ে থাকে। এই ধরনের ঘড়ি গুলোকে মিনি কম্পিউটার হিসেবেও ধরা হয়। স্মার্ট ফোনের বিকল্প হিসেবেও আপনি স্মার্ট ঘড়ি ব্যবহার করতে পারবেন। আর এই কারণেই আজ এত জনপ্রিয় স্মার্ট ঘড়িগুলো। স্মার্ট ওয়াচ ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। চলুন কি সেই সুবিধা গুলো তা জেনে নেওয়া যাক।
স্মার্ট ঘড়ি ব্যবহার করার নানান সুবিধাঃ
সময় দেখানো
স্মার্ট ঘড়ি নাম শুনলেই বুঝা যায় যে এর প্রাথমিক কাজ সময় দেখানো। তাই যারা ফ্যাশন বা স্টাইল হিসেবে ঘড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য একদম সেরা হবে Smart Watch ব্যবহার করা।
ফিটনেস ট্রেকিং সুবিধা
স্মার্ট ঘড়ির এই ফিচার এর কারণে অনেকে এটিকে মিনি ডায়াগনস্টিক সেন্টার হিসেবে বলে থাকে। অর্থাৎ মুহূর্তের মধ্যে স্মার্ট ঘড়ি দ্বারা রক্ত চাপ, হার্ট রেট ইত্যাদি তথ্য পেয়ে যাওয়া সম্ভব। এগুলি জানার জন্য আপনাকে দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই।
কম সময়ে কল রিসিভ এর সুবিধা
স্মার্ট ফোনের ক্ষেত্রে কল আসলে আমাদের সেটিকে তাৎক্ষণিক বের করে রিসিভ করতে কিছুটা সময় লাগে। কিন্তু স্মার্ট ঘড়ি ব্যবহার এর ক্ষেত্রে আপনি হাতে থাকা অবস্থায় তাৎক্ষনিক কল রিসিভ করতে পারবেন।
তাৎক্ষণিক মেসেজ রিপ্লাই
যেহেতু স্মার্ট ঘড়ি আপনার হাতে থাকছে সেহেতু যেকোনো মেসেজ আপনি আসার সাথে সাথে দেখে রিপ্লাই করতে পারবেন। এতে আপনার অনেক কম সময় ব্যয় হবে।
নোটিফিকেশন চেক করার সুবিধা
স্মার্ট ফোনে কোনো নোটিফিকেশন চেক করতে হলে আমাদের বার বার ফোনের লক খোলার প্রয়োজন হয়। এটি বেশ ঝামেলার কাজ। তবে Smart Watch ব্যবহার করলে সহজেই আপনি যেকোনো নোটিফিকেশন চেক করতে পারবেন।
পেডোমিটার
এটি এমন এক ধরনের সেন্সর যা আপনার হাঁটার বিষয়ে আপনাকে তথ্য দিবে। এছাড়া দৈনিক কতটুকু ক্যালরি আপনি ব্যয় করেছেন, কতটুকু ক্যালরি আপনার প্রয়োজন সকল কিছু আপনি স্মার্ট ঘড়ি ব্যবহারে সহজে জানতে পারবেন।
স্মার্ট ঘড়ি হারানোর ঝুঁকি নেই
আমরা অনেক সময় আমাদের স্মার্ট ফোন হারিয়ে ফেলি। এক্ষেত্রে এমন কোনো উপায় আমাদের জানা থাকে না যার দ্বারা আমরা আমাদের ফোনটি খুঁজে পেতে পারি। এখানে “find my device” নামের ফিচার থাকাতে এটি হারিয়ে ফেললেও আপনি খুঁজে পেতে পারেন জিপিএস এর দ্বারা।
স্মার্ট ওয়াচ বিনোদন
এখানে গান চালানোর মত সুবিধাও আপনি পাবেন। ঘড়িতে গান বাঝলে এটি বেশ আনন্দের হয়। এছাড়াও এই ধরনের ঘড়ি দিয়ে ছবি তোলা গিয়ে থাকে।
এসকল সুবিধা আপনারা স্মার্ট ওয়াচ ব্যবহার করলে পাবেন। বর্তমানে নানান ধরনের ফিচার প্রতিনিয়ত যুক্ত করার কারণে স্মার্ট ঘড়ি গুলি এত জনপ্রিয়। আর্টিকেলটা কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আল্লাহ হাফেজ