বাংলাদেশে শতকরা প্রায় ৮০ ভাগ মানুষের কাছে এন্ড্রয়েড ফোন রয়েছে। তাদের মধ্যে অধিকাংশই ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু বাংলাদেশে ইন্টারনেট স্পিড অনেক কম তাই ইন্টারনেট ব্যবহারকারীরা অনেক সমস্যার মধ্যে পড়ে।
বিশেষ করে যারা গ্রামে বসবাস করে তারা এই সমস্যায় বেশি ভুগে থাকে। শহরে ইন্টারনেট স্পিড অনেক ভালো থাকে আবার শহরে সবাই ওয়াইফাই ব্যবহার করে তাই তাদের এ সমস্যায় পড়তে হয় না। আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনার ফোনের ইন্টারনেট স্পিড ফাস্ট করবেন।
যে কারণে মোবাইলের ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায়:
যদি আপনার মোবাইলে অধিক পরিমাণে অ্যাপ থাকে তবে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড স্লো হয়ে যাবে। এছাড়া মোবাইল পুরনো হলে ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায়। তাছাড়া মোবাইল মেমোরিতে জায়গা কম থাকলে এবং সিমের টাওয়ার বেশি দূরে থাকলে এ সমস্যার সৃষ্টি হয়।
মোবাইলের ইন্টারনেট স্পিড ফাস্ট করার উপায়:
মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল এবং অ্যাপ ডিলিট করে ফোন মেমোরির জায়গা বৃদ্ধি করলে ইন্টারনেট স্পিড অনেক ফাস্ট হয়। এছাড়া আমরা যে ইন্টারনেট প্যাকেজ ক্রয় করি তা কয়েকটি ভাগে থাকে যেমন, 2G, 3G, 4G… ইত্যাদি। এখানে 2G থেকে 3G ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যায়। আবার 3G থেকে 4G তে ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যায়। তাই ভালো ইন্টারনেট প্যাকেজ কিনলে ভালো ইন্টারনেট স্পিড পাওয়া যায়।
আপনার ফোন মাঝে মাঝে রিস্টার্ট করতে পারেন এতে মোবাইলের ইন্টারনেট স্পিড অনেকটা বৃদ্ধি পায়। এছাড়া যে সিমের টাওয়ার আপনার সবচেয়ে নিকটবর্তী সেই সিম ব্যবহার করলে আপনার মোবাইলের বা ফোনের ইন্টারনেট স্পিড বৃদ্ধি পাবে। তাছাড়া আপনি ফোন বোস্টার অ্যাপ ব্যবহার করতে পারেন এতে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড কিছুটা ফার্স্ট হতে পারে। আপনার ফোনের ক্যাশে ফাইল ডিলিট করুন ।
আপনি যখন ব্রাউজার ব্যবহার করেন তখন অনেক ক্যশে ফাইল জমা হয় এগুলো নিয়মিত ডিলিট না করলে এগুলো মোবাইলের ইন্টারনেট স্পিড অনেক কমিয়ে দেয়। ফেসবুকের মতো সামাজিক সাইট অ্যাপ গুলোর ব্যাক গাউন্ড অ্যক্টিভিটি বন্ধ করুন। কারণ আপনি যখন আপনার ফোনের ইন্টারনেট চালু করবেন এই অ্যাপ গুলো অনেক বেশি পরিমাণে ডেটা খরচ করে এতে মোবাইলের ইন্টারনেট স্পিড কমে যায়।
তাছাড়া আপনার মোবাইলের অটো আপডেট বন্ধ করুন কেননা আপনি যখন আপনার মোবাইলের ইন্টারনেট চালু করবেন তখনই অনেক পরিমাণে ডেটা খরচ করবে গুগল প্লে স্টোর। যা আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড কমিয়ে দেয়। বিশেষ করে আপনার মোবাইলের APN সেটিং ঠিক আছে কি না সেটা ভালো করে দেখুন।
এই টিপস ব্যবহার করে আপনি আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড ফাস্ট করতে পারবেন। আশা করি আজকের পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আরো সুন্দর কোনো পোস্ট নিয়ে হাজির হবো এই গ্রাথোর প্লাটফর্মে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।