ওয়েবসাইট,ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে প্রমোট করার জন্য এসইও

সুপ্রিয় বন্ধুরা আশা করি ভালই আছেন।এসইও বাংলা টিউটোরিয়াল নিয়ে আলোচনার ৫ম পর্বে আমি আলোচনা করব এসইও কেন করতে হয়।এসইও কেন করতে হয় এক কথায় উত্তর দেওয়া মুশকিল। বিভিন্ন বিষয়ের আলোকে এসইও কেন করব তা নিয়ে আলোচনা করব। যারা এসইও বাংলা টিউটোরিয়াল নিয়ে আলোচনার আগের কনটেন্টগুলো পড়েননি তারা এই কনটেন্ট পড়ার পূর্বে অবশ্যই আগের কনটেন্টগুলো পড়ে আসবেন।

এসইও কেন করতে হয়?:

(১) ওয়েবসাইটকে প্রমোট করার জন্য: সাধারণত আমাদের নানা রকম ওয়েবসাইট থাকে বা বিশ্বের সকল প্রতিষ্ঠানের একটি করে নিজস্ব ওয়েব সাইট থাকে। মানুষকে এই ওয়েবসাইট সম্পর্কে জানানোর জন্য ওয়েবসাইট কর্তৃপক্ষ তার ওয়েবসাইটের এসইও করান। এসইও করানোর ফলে কেউ গুগলে সার্চ করলে তার ওয়েবসাইটটি দেখাবে।

(২) কোনো ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করার জন্য: বিভিন্ন Brand কেপ্রমোট করার জন্য  কর্তৃপক্ষ তার ব্র্যান্ডটিকে এসইও করেন। যদি আমরা বাটা সু কোম্পানির কথা বলি তাহলে কিন্তু বুঝতে পারি এটি একটি ব্র্যান্ড। যদি আপনি গুগলেসার্চ করেন বেস্ট সু কোম্পানি ইন বাংলাদেশ। তাহলে দেখবেন বিভিন্ন সু কোম্পানিগুলোকে দেখাবে। যেমন: বাটা, এপেক্স ইত্যাদি।

(৩) ইউটিউব চ্যানেলকে প্রমোট করার জন্য: সাধারণত কোন ব্যক্তি যদি কোন ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই ইউটিউ বচ্যানেলকে প্রমোট করার জন্য এসইও করাতে হয়।

(৪) ফেসবুক পেজকে প্রমোট করার জন্য: বর্তমানে আমাদের প্রত্যেকেরই ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ থাকে। এ ফেসবুক পেজকে প্রমোট করার জন্য এসইও করতে হয়।

(৫) ডিজিটাল মার্কেটিং এর জন্য: বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং এর যুগ। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যে যত ভালো Seo করতে পারবেন তার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং সহজ হবে।

(৬) ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য: ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য ওয়েবসাইটের এসইও করাতে হয়।অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনার ওয়েবসাইটটি যদি গুগলের সার্চে প্রথম পেজে থাকে তাহলে ভিজিটর অটোমেটিক্যালি বাড়বে।ওয়েবসাইটের ভিজিটর বাড়লে আপনি গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন।

(৭) ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম বাড়ানোর জন্য: সাধারণত আপনার ইউটিউব চ্যানেলে রএসইও করা থাকলে গুগল তার সার্চে আপনার চ্যানেলকে প্রথম দিকে দেখাবে দর্শক আপনার ভিডিও বেশি দেখবে এবং ওয়াচটাইম বাড়বে।ফলে আপনি গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন।

পরবর্তী কনটেন্ট দেখার আমন্ত্রন জানিয়ে আজকের মতো শেষ করছি। Seo সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদ সকলকে

Important Keyword:

#এসইও কেন করতে হয়?

#এসইও কীভাবে করব?

#Seo Bangla

#এসইও বাংলা টিউটোরিয়াল

#Digital Marketing

#CPA Marketing

#ওয়েবসাইটকে প্রমোট করার জন্য

#ইউটিউব চ্যানেলকে প্রমোট করার জন্য

#How to promote Youtube channel

#Youtube channel watch time incrise

#How to promote facebook page and facebook profile

#ফেসবুক পেজকে প্রমোট করার জন্য

Related Posts

25 Comments

মন্তব্য করুন