আসসালামু আলাইকুম।
এই সাইটে আমি নতুন। এটি আমার প্রথম পোস্ট। বন্ধুদের থেকে গত কয়েকদিন ধরে এই সাইটের অনেক প্রশংসা শুনেছি। আলহামদুলিল্লাহ বাস্তবেও তাই। তাদের প্রশংসা আর এই সাইটের বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে আমিও খুলে ফেললাম একটি একাউন্ট। এখন আমি এই সাইটের একজন নিম্নমানের সদস্য। এডমিন এবং সাইট সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আলোচনা।
আমি অনলাইন টেকনোলজি নিয়ে মোটামুটি নাড়াচাড়া করি। খুঁজে বের করার চেষ্টা করি হাজারো অসুবিধার মাঝে ক্ষুদ্র কিছু সুবিধা। এবং এগিয়ে আসি মানুষের সাহায্যে। আজও একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। বিষয়টি সম্পর্কে হয়তো আগেই বুঝতে পেরেছেন শিরোনাম দেখে,,,,,! হ্যাঁ, আমি স্লো নেট সমস্যার সমাধানের কথাই বলছি।
একদম সহজে আপনার ফোনের কয়েকটি সেটিংস পরিবর্তন করতে পারলে আপনি পেয়ে যাবেন রকেটের চেয়েও দ্রুত গতির নেট।
বিশ্বাস না হলে করেই দেখুন,,,,,! চলুন আর কথা লম্বা না করে সেটিংস পরিবর্তনের ধাপগুলি জেনে নিই।
তার আগে একটি কথা_ অনেক ক্ষেত্রে সেট কম দামি হওয়ার কারণে বা ভালোভাবে সেটিংসটি আপডেট করতে না পারার কারণে নেট প্রব্লেম সলোভ হয় না।
সুতরাং কারো সেটে না হলে আমাকে দয়া করে দোষারোপ করবেন না। কমেন্টে জানাবেন আমি সাহায্য করার চেষ্টা করবো।
তবে আশা রাখি এখন সব ফোনেই এটি কার্যকর হবে।
তো এখন চলুন জেনে নিই।
প্রথমেই চলে যেতে হবে সেটিংসে তারপর সোজা চলে যান আপনার সেটিংসের সার্চ বক্সে।
তারপর সার্চ দিন ‘Access point names’ লিখে।
তারপর ক্লিক করে ভিতরে ঢুকুন। ভিতরে গিয়ে দেখবেন উপরে রয়েছে একটি থ্রি ডট মেনু। সেখানে ক্লিক করুন।
ক্লিক করার সাথে সাথেই দেখবেন লেখা উঠেছে ‘reset to default’ সেখানে ক্লিক করে reset করে দিন। তারপর থ্রি ডট মেনুর পাশেই দেখুন লেখা আছে ADD সেখানে ক্লিক করে চলে যান ভেতরে।
গিয়ে দেখুন অনেকগুলো অফশন। কোনো অফশনে কিছুই করতে হবে না।
শুধুমাত্র একদম প্রথমে থাকবে name অফশন সেখান ক্লিক করে ‘i’ লিখে সেভ করুন।
তারপর দ্বিতীয় অফশনে থাকবে APN নামে।
সেখানেও ‘i’ লিখে সেভ করে দিন।
এরপর মাঝের দিকে দেখবেন লেখা আছে server.
সেখানে ক্লিক করে www.Google. com লিখে সেভ করে দিন।
ব্যাস এইটুকুই। এরপর ব্যাকে চলে আসুন। চালানো শুরু করুন রকেটের চেয়েও দ্রুত গতির ইন্টারনেট।
ধন্যবাদ সবাইকে।
আশা করি উপকৃত হবেন।