আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬ সপ্তাহের পরিকল্পিত এ্যাসাইনমেন্ট প্রোগ্রামে আজকে নিয়ে এলাম এই সপ্তাহে চলমান নবম শ্রেণির রসায়ন ( পার্ট-৩, ৪র্থ সপ্তাহ) এ্যাসাইনমেন্টের সমাধান। তাহলে শুরু করা যাক।
(ক) কাপড় কাঁচার সোডার জলীয় দ্রবণ + লেবুর রস =?
উত্তর: কাপড় কাঁচার সোডার জলীয় দ্রবণ + লেবুর রস = ট্রাইসোডিয়াম সাইট্রেট + কার্বন ডাই- অক্সাইড + পানি
(খ) ডিমের খোসা + লেবুর রস=?
উত্তর: ডিমের খোসা + লেবুর রস= ক্যালসিয়াম সাইট্রেট + কার্বন ডাই-অক্সাইড + পানি
১নং প্রশ্নের উত্তর:
i) কাপড় কাঁচার সোডার রাসায়নিক সংকেত= Na2CO3
ii) ডিমের খোসার রাসায়নিক সংকেত= CaCO3
iii) এবং লেবুর রস এর রাসায়নিক সংকেত= C6H8H7
বিক্রিয়া দুটির সম্পূর্ণরূপে নিচে দেওয়া হল:
ক. Na2CO3 + C6H8H7 = NaC6H8O7+ CO2+ H2O
খ. 3CaCO3 + 2C6H8H7 = Ca3(C6H5O7)2 + CO2 + H2O
বিক্রিয়া দুটি ধরন:
আমরা জানি লঘু এসিড ও ধাতব কার্বনেট বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। “ক” ও “খ” বিক্রিয়া দুটি মূলত একই রকম বিক্রিয়া। “ক” বিক্রিয়ার বিক্রিয়ক কাপড় কাঁচার সোডা অর্থাৎ সোডিয়াম কার্বনেট এবং “খ” বিক্রিয়ার বিক্রিয়ক ডিমের খোসা অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট দুটোই ক্ষারীয় প্রকৃতির। অন্যদিকে দুটি বিক্রিয়াতেই অন্য বিক্রিয়ক হিসেবে সাইট্রিক এসিড বিদ্যমান। আমরা জানি যে যেসব বিক্রিয়ায় এসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলা হয়।প্রশমন বিক্রিয়া একটি নন রেডক্স বিক্রিয়া। এখানে নতুন যৌগ উৎপাদ হিসেবে উৎপন্ন হলেও জারণ সংখ্যা তেমন কোনো পরিবর্তন হয় না। এবং আমরা লক্ষ্য করেছি যে দুটি বিক্রিয়া থেকে কার্বন-ডাই-অক্সাইড, পানি ও ক্ষার উৎপন্ন হয়েছে যা প্রশমন বিক্রিয়ায় উৎপাদ হিসেবে উৎপন্ন হয়।
সুতরাং, উভয় বিক্রিয়াই প্রশমন বিক্রিয়ার অন্তর্গত।
.
কোন সমস্যা হলে কমেন্ট করুন এবং পরবর্তী এ্যাসাইনমেন্টগুলো পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।