12 বছর পর পাকিস্তানে বাংলাদেশ- যা বলল মাহমুদুল্লাহ

শুরু হয়ে গেল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের ক্যাপ্টেন মাহমুদউল্লাহ বলেছেন, টাইগাররা তাদের নিজেদের খেলার দিকে ফোকাস করেছে। সিকিউরিটি কর্নার এর দিক থেকে তারা গাদ্দাফি স্টেডিয়াম কে বেছে নিয়েছে। বুধবারে বাংলাদেশ টিম পাকিস্তানের স্থানীয় সময় 11 টা 30 মিনিটে পৌঁছেছে। মাহমুদউল্লাহ বলেছেন, এখন বাংলাদেশে শুধু জয়ের দিকে লক্ষ্য রাখছে। সিকিউরিটি কর্নার এর দিক থেকে দিক থেকে অতটা ভয় পাচ্ছেনা। বর্তমানে আমাদের সকল কে ক্রিকেটের দিকে নজর দিতে হবে। তবে ওয়েদারের সাথে খাপ খাওয়াতে তাড়াতাড়ি একটু হলেও সময়ের প্রয়োজন।
বৃহস্পতিবার pre-match কনফারেন্সে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আমরা বর্তমানে সিকিউরিটির দিক থেকে ভয় পাচ্ছিনা। সবাই এখন আমরা ম্যাচের দিকে মনোযোগ দিয়েছি।
আজ থেকে 12 বছর আগে পাকিস্তানে দেশের মাটিতে মুখোমুখি হয়েছিল। এখানে বাংলাদেশ এবং পাকিস্তান তারা সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল 2008 সালে। শুধু তা-ই নয় সেখানে অনুষ্ঠিত এশিয়া কাপএ বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হয়। মাহমুদুল্লাহ রিয়াদ আরও বলেন, আমরা আমাদের জন্য খুব আশাবাদী আমরা পুরাতন এবং নতুন সকল ক্রিকেটারদের নিয়ে টিম বানিয়েছে। সম্প্রতি হয়ে যাওয়া বিপি এল থেকে আমরা অনেক ভুল স্বীকার করতে পেরেছি। আমাদের টিমে অনেক অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন, সাইফুল ইসলাম সহ আরো অনেক অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় রয়েছে। সুতরাং আমাদের এখন প্র্যাকটিসের দিকে বেশি ফোকাস করা উচিত।

10 হাজার পুলিশ এবং para-military দিয়ে সুরক্ষিত করা হয়েছে বাংলাদেশ টিম পাকিস্তান টিমের হোটেল এবং গাদ্দাফি স্টেডিয়াম।
2009 সালে ঘটে যাওয়া শ্রীলংকার সাথে অভাবনীয় ঘটনাটি এখনো মনে নাড়া দিতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের। লাহোরে ঘটে যাওয়া সেই ঘটনায় শ্রীলংকার বাসের ওপর হামলা চালানো হয় তারপর থেকে আর কোন ম্যাচে হোস্ট হিসেবে গ্রহণ করা হয়নি পাকিস্তানকে। তবে অনেকদিন বাদে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ এর মাধ্যমে হয়তো উপায় কলঙ্ক মুছতে পারে পাকিস্তান টিমের।
গরমে বাংলাদেশ ক্রিকেট টিম খুব একটা স্বস্তি সময় না কাটলো ওয়েদারের সাথে মোটামুটি ফিক্সট হয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে তবে বাংলাদেশ টিম এর. তাদের জয় দিয়ে শুভসূচনা করুক সেই প্রত্যাশা আমাদের সকলের।
বন্ধুরা আপনাদের যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন এবং আপনি যদি বাংলাদেশ ক্রিকেট টিমের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। আর আমার অন্য পোস্ট করলে পড়ার জন্য আপনার আমন্ত্রণ রইল।
এতক্ষণ ধরে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন