42 লাখ টাকায় বিক্রি মাশরাফিৱ প্রিয় ব্রেসলেট!

 

42 লাখ টাকায় বিক্রি মাশরাফিৱ প্রিয় ব্রেসলেট:

দেশ আজ করোনা ভাইরাস সংক্রমণের কারণে পুরোপুরি বিপর্যস্ত অবস্থায় পড়ে গিয়েছে। দীর্ঘদিন অঘোষিত লকডাউন এর কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠীর পড়েছে চরম বিপাকে। আর এই দুর্দশা থেকে কিছুটা মুক্তি দিতে দেশের বিত্তবান থেকে শুরু করে ক্রিকেটার পর্যন্ত যে যেভাবে পারছে অবদান রাখার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় সাকিব-মুশফিকের পর এবার যুক্ত হলো বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক এবং 16 কোটি মানুষের প্রান মাশরাফি বিন মুর্তজার নাম। এই অধিনায়ক তার সবচেয়ে প্রিয় ব্রেসলেট যেটি তার কাছে 18 বছর ধরে রয়েছে সে ব্রেসলেট এর নিলামে তুলেছেন যার টাকা অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে।

ফেসবুকে “একশন ফর একশন” নামক পেজে ব্রেসলেটটি নিলামে তোলা হয় যে নিলাম চলেছে দুইদিন ধরে। আর সেই ব্রেসলেটটিই রেকর্ড পরিমাণ দামে প্রায় 42 লাখ টাকা বিড করে কিনে নেন বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম হল বাংলাদেশ লিজিং অন্ড ফিনান্স কম্পানিজ অ্যাসোসিয়েশন। আর আমার সাথে এমন উদ্যোগে সেই কোম্পানির প্রতিষ্ঠাতা ব্রেসলেটটি আবার মাশরাফিকে উপহার হিসেবে ফেরত দেবার ঘোষণা দেন। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে একটি অনুষ্ঠানের মাধ্যমে মাশরাফি বিন মুর্তজা কে তার প্রিয় ব্রেসলেট উপহার হিসেবে ফেরত দেওয়া হবে।
নিলাম থেকে পাওয়া এই পুরো অর্থটি নড়াইল ফাউন্ডেশন এর মাধ্যমে শুধুমাত্র নড়াইলে নয় বরংচ নড়াইল এবং সমগ্র দেশের দুঃস্থদের সাহায্যের জন্য খরচ করা হবে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
ব্রেসলেট সম্পর্কে মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন যে 18 বছর ধরে এ ব্রেসলেট তার সাথে ছিল তিনি খুব কম সময়ই ব্রেসলেট তার হাত থেকে খুলেছেন। তার দুটি জিনিসের ওপর খুব বেশি ঝোঁক ছিল একটি ব্রেসলেট অপরটি সানগ্লাস। নিলাম চলাকালীন সময়ে তিনি লাইভে আরও বলেন যে, এই 18 বছরের তিনি প্রায় প্রতিটি আন্তর্জাতিক খেলায় এই ব্রেসলেট পড়েছেন। এমনকি বাংলাদেশের প্রথম ট্রাই নেশন সিরিজ জয়ের সময় তিনি পরে ছিলেন। সুন্দর করে খোদায় করে লেখা আছে “মাশরাফি” নাম টি। ব্রেসলেটটি মাশরাফি সযত্নে ব্যবহার করেছিলেন 18 বছর ধরে। তিনি অতীতের কথা স্মরণ করে বলেন তার সিনিয়রদের ব্রেসলেট পড়া দেখে তারও খুব ইচ্ছে হতো ব্রেসলেট পরতে। কিন্তু তার বাবার ভয়ে তিনি ব্রেসলেট করতে সাহস পেতেন না। যখন তিনি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা দিলেন তখন তিনি ভেবেছিলেন এই হয়তো তার ব্রেসলেট পড়ার সময় তার বাবা তাকে হয়তো আর কিছু বলবেন না। আর তিনি সাহস করে পড়ে নেন ব্রেসলেট। কিন্তু প্রথম দিকে তার খুব অসুবিধা হতো কারণ তিনি ব্রেসলেট পরে ভালো ড্রাইভ দিতে পারতেন না। তাই তিনি তার বন্ধুর পরিচিত দোকান থেকে বানিয়ে নেন এ ব্রেসলেটটি।
উল্লেখ্য যে সাকিব আল হাসান তার বিশ্বকাপে ব্যবহৃত ক্রিকেট ব্যাট টি নিলামে বিক্রি করেছেন 20 লাখ টাকায়।
এছাড়া মুশফিকুর রহিম তার ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি বিক্রি করেছেন 17 লক্ষাধিক টাকায়। যেটি কিনে নেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

Related Posts

20 Comments

মন্তব্য করুন