আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনলাইনে মাইক্রো জব এর বিষয়ে নিশ্চই শুনে থাকবেন। মূলত অনলাইনে কিছু মাইক্রো জব ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আমরা ছোট ছোট কিছু টাস্ক পূরণ করার মাধ্যমে আয় করতে পারি। তবে অনেকে আছেন যারা বুঝেন না মাইক্রো জব সাইট কিভাবে কাজ করে থাকে, চিন্তার কিছু নেই আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলছি।
মাইক্রো জব ওয়েবসাইটগুলো কিভাবে কাজ করে?
এই ধরনের সাইটে মূলত আপনি দুইভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, একটি Workers অন্যটি Employer, Worker মানে আপনি সেখানে অন্যের দেওয়া কাজ করার জন্য অ্যাকাউন্ট করবেন এবং Employer মানে আপনি সেখানে অন্যদের উদ্দেশ্যে কাজ অফার করবেন। উদাহরণ স্বরূপ বলা যায়, প্রথমপক্ষ হিসেবে কোনো কোম্পানি বা যেকোনো নিয়োগকর্তা একটি মাইক্রো জব সাইটে তার যেকোনো কাজ অফার করে। এক্ষেত্রে সে হচ্ছে Employer, দ্বিতীয় পক্ষ হিসেবে আপনি একজন worker হিসেবে প্রথম পক্ষের কাজটি করলেন যার বিনিময়ে আপনি কিছু কমিশন আয় করলেন।
এক্ষেত্রে তৃতীয় পক্ষ হচ্ছে ওয়েবসাইটটি। হাজার হাজার এম্প্লয়ার এই ধরনের সাইটে বিভিন্ন কাজ অফার করে এবং ওয়ার্কাররা সেসব কাজ বা টাস্ক পূরণ করে টাকা আয় করে। এই ধরনের সাইট কে micro Freelancing Job website ও বলা হয়। অনলাইনে অসংখ্য Micro Job website আছে, তবে সবগুলোতে কাজ করে আপনি পেমেন্ট পাবেন না। কেননা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ওয়েবসাইট ফেক থাকে।
তবে অনলাইনে মাইক্রো জব করার ক্ষেত্রে Picoworkers অবশ্যই অনেক জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি সাইট। এই সাইটে আপনারা বিভিন্ন ছোট ছোট ফ্রিল্যান্সিং টাস্ক পূরণ করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ইনকাম করবেন বিস্তারিত আপনাদের বলছি।
Picoworkers সাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন?
১) প্রথমে Picoworker সাইটে প্রবেশ করুন।
২) Login ও Sign Up দুটি অপসন থেকে Sign Up তে ক্লিক করুন।
৩) এখন আপনার সামনে একটি সাইন আপ ফর্ম আসবে, আপনি আপনার তথ্যগুলো সেখানে দিয়ে দিন যেমন: নাম, ইমেইল, পাসওয়ার্ড, জাতীয়তা, ওয়ার্কার নাকি এম্প্লয় এগুলো পূরণ করে সাবমিট করুন।
৪. আপনার একাউন্ট তৈরি হয়ে গিয়েছে, এখন আপনার কাছে ভেরিফিকেশন মেইল যেতে পারে আপনার দেওয়া মেইলে সেটিতে ক্লিক করে ভেরিফিকেশন করে নিন।
Picoworkers সাইটে কিভাবে কাজ করবেন?
আগেই বলেছি মাইক্রো ফ্রিল্যান্সিং সাইটগুলোতে নিয়োগকর্তারা বিভিন্ন কাজ অফার করে থেকে। এক্ষেত্রে আপনি নিজের ইচ্ছেমত যেকোনো কাজ করতে পারেন। কেননা এই ধরনের সাইটে কাজের অনেকগুলো ক্যাটাগরি আছে।
Picoworkers সাইটে কি কি কাজ পাবেন?
- Account Sign Up
- Sharch & Click
- Data Entry
- Video Marketing
- Telegram Related
- Facebook Page Like
- Facebook Group Join
- Facebook Like, Comment, Share
- YouTube Subscribe
- YouTube Watch
- Voting and Rating
- Yahoo Answers
- Forums
- Form Fill Up
- App Download আরো ইত্যাদি।
আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করে Picoworker সাইটের হোম পেজে যাবেন তখন আপনার সামনে বিভিন্ন কাজের অফার দেখানো হবে। আপনি যে কাজটি করতে চান সেটি ক্যাটাগরি সিলেক্ট করে খুঁজে নিতে পারেন। দ্বিতীয় আপনি আপনার পছন্দ করা কাজটি কমপ্লিট করুন এবং সেটির প্রুভ সাবমিট করুন। প্রুভ সাবমিট সাধারণত স্ক্রিনশট দ্বারা করতে হয়। অর্থাৎ তারা আপনাকে একটি স্ক্রিনশট সাবমিট করার অপসন দেবে আপনি সেখানে আপনার কাজের প্রুভ দিবেন।
কয়েক ঘন্টা পর তারা রিভিউ করে আপনাকে টাকা দিয়ে দিবে। এখান থেকে আপনি রেফার লিংক শেয়ার করে আয় করতে পারবেন। যখন আপনার ব্যালান্স ৫ ডলার হবে তখন আপনি Paypal, Skrill, AirTM বা Lightcoin এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
সর্বশেষ পরামর্শ: Picoworker থেকে এভাবে আপনারা ইনকাম করতে পারবেন ছোট ছোট টাস্ক পূরণ করে। তবে অসদুপায় অবলম্বন করে কাজ করলে আপনার একাউন্ট সাসপেন্ড করা হবে, নিয়ম মেনে কাজ করুন এবং পেমেন্ট নিন। শেষ করছি এইটুকুতেই, আল্লাহ হাফেজ।