আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই? আশা করছি বেশ আছেন। মধ্যবিত্ত কথাটির সাথে জড়িয়ে আছে হালকা হাসি, কান্না, আর রাগ অভিমানের গল্প। তারা পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা, যে প্রতিনিয়তই নিজের সাথে এবং পৃথিবীর সাথেও যুদ্ধ করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। সত্যই মধ্যবিত্ত কথাটির সাথে বহু ছেলেমেয়ের না পাওয়ার বিষয়টি জড়িত। আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কষ্টের কথা নিয়ে থাকছে আজকের আর্টিকেল। আশা করছি আর্টিকেলটা আপনাদের ভালো লাগবে। তাই বলবো স্কিপ না করে পুরোটা একবার পড়ে দেখবেন।
মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কষ্টের কথা, স্ট্যাটাসঃ
১. চোখে হাজারটা স্বপ্ন আর ফাঁকা পকেট নিয়ে বেঁচে থাকার নামই হচ্ছে মধ্যবিত্ত।
২. একটা মধ্যবিত্ত ঘরের ছেলেই চায় তার বাবা মা কে সবসময় সর্বোচ্চ সুখে রাখতে, সে অনেক কিছু করে কিন্তু পকেটে টাকা না থাকার কারণে বাবার মার স্বপ্ন পূরণ করে উঠতে পারেনা। সামর্থ্য না থাকায় হেরে যায় তারা।
৩.একজন মধ্যবিত্ত ঘরের বাবা ও সবসময় তার ছেলের সব আবদার, বায়না, শখ পূরণ করতে কিন্তু কিভাবে সম্ভব? তার সাথে কে জড়িত মধ্যবিত্ত নামের শব্দটি। হাজার সুখ দেওয়ার চেষ্টা করলেও সামর্থ্যর কাছে ব্যর্থ সে।
৪. সত্যি বলতে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চাওয়া পাওয়ার পরিমান থাকে বেশি কিন্তু টাকার অভাবে পাওয়া হয়ে উঠে না আর কিছুই। যদিও পায় তবে সেটি সামান্যই বটে।
৫. পকেটে টাকা না থাকায় নিজের পছন্দের জিনিসটি যখন মধ্যবিত্ত ছেলেটি কিনতে পারেন তখন হাজারো অভিমান ও কষ্ট নিয়ে সে বলে থাক ওটা তার প্রয়োজন নেই। তবে মনে মনে ঠিকই সে জিনিসটি পেলে অনেক খুশি হতো।
৫. তাদের ভাগ্যের খাতাটি যেনো শূন্য থাকে, তবুও চোখে থাকে হাজারটা স্বপ্ন, আর এই স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই মধ্যবিত্ত।
৬. স্বপ্ন ভাঙার পরও নিজেকে ‘ইনশাল্লাহ একদিন হবে ‘ বলে সান্তনা দেওয়ার নামই মধ্যবিত্ত পরিবারের ছেলে। হাজার স্বপ্ন ভাঙলেও সে ভেঙে পরে না কারণ সে তো যোদ্ধা বরং নিজেকে সান্তনা দিয়ে বেচেঁ থাকে সে।
৭. একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে নিজের হাজারটা স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন, চাওয়া পাওয়া পূরণ না হওয়া এসব চিন্তায় থাকে কিন্তু দিনশেষে সবার সাথে কথা বলার সময় মুখের কোণের হাসিটা তার থাকে।
৮. তাদের হাজারটা স্বপ্ন ভাঙলেও তারা মুচকি হেসে নিজেদের সান্তনা দেয় কারণ তারা জানে তারা মধ্যবিত্ত।
৯.হাজারটা ইচ্ছেকে পেছনে ফেলে জীবনকে গুরুত্ব দেওয়ার নাম হচ্ছে মধ্যবিত্ত।
১০. কাওকে নিয়ে স্বপ্ন দেখতেও কেমন এক ধরনের ভয় কাজ করে, কারণ আমি যে মধ্যবিত্ত পরিবারের সন্তান।
ভালো থাকুন পৃথিবীর সন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা। তাদের কখনো কষ্ট দিবেন না পারলে নিজেও সান্তনা দিবেন ‘ ইনশাল্লাহ একদিন হবে ‘ বলে। ভালো থাকুক পৃথিবীর সব মধ্যবিত্ত সন্তানরা।
এই ছিল মিডল ক্লাস পরিবারের ছেলেদের নিয়ে ১০ টি উক্তি। শেষ করছি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।