আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা, আসা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রত্যেকবার এর মত নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এটা আমরা ছোট থেকে শুনে এবং দেখে আসছি। কৃষিপ্রধান দেশ হওয়াতে আমাদের দেশের বেশ বড় একটা অংশ জুড়ে কৃষিখাত রয়েছে। আমাদের দেশের অধিকাংশ লোকেরা কৃষিকাজের সাথে জড়িত। ধান নিয়ে স্ট্যাটাস, দেশপ্রেমীদের জন্য কয়েকটি ডাইলগ, ক্যাপশন, উক্তি –
প্রত্যেক ধানের ঋতুতে সব কৃষকই ধান ফলিয়ে থাকেন। তবে কোনোদিন কি লক্ষ করেছেন আমাদের দেশের ধানগুলোর অপরূপ সৌন্দর্য, প্রতি মুহূর্তে যেসব সৌন্দর্য আমাদের অবাক করে। আর তাইতো এই ধান কে ঘিরে কত কবি শিল্পী রটে গেছেন কত গান আর কবিতা। সেসব গান আর কবিতা যেনো এখনও মানুষের হৃদয় ছুঁয়ে যায় শুনলে। মূলত এই ধানকে ঘিরে আমাদের সকলের মধ্যে এক প্রকারের অনুভূতির সৃষ্টি হয়। আর মনে হয় যেনো, এই অনুভূতি আমাদের বিশাল কাছের।
যাহোক অনেক কথায় বললাম, কথাগুলো অনেকের মাঝে অনুভূতি কিন্তু অনেকের মাঝে হয়তো কিছুই না। যাদের মাঝে দেশপ্রেমের অনুভূতি আছে তারা এসব অনুভূতিতে ভরপুর থাকে। ধান নিয়ে কয়েকটি সুন্দর স্ট্যাটাস, ক্যাপশন বা ডায়লগ থাকছে এই আর্টিকেলে। দেশ প্রেমীদের কাছে ধানের যে মূল্যবোধ সেটিকে কিছু ডায়ালগ এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবো।
ধান নিয়ে দেশপ্রেমীদের জন্য কয়েকটি ডাইলগঃ
- ১. সবুজ রঙের মায়ায় কৃষক মোদের ফলিয়েছেন ধান, দেখতেই তো যেনো মনে জাগে মধুর সেই অনুভূতি।
- ২. ওগো হে চাষী ভাই, চারিদিকে যে সবুজ মায়ায় ফলেছে ধান, তুমি যে বড় চুপটি করে, চাষ কি করবে নাকো এইবার ধান।
- ৩. পছন্দের রঙ সবুজ, কারণ আমার দেশের বুকে এই সবুজের যে রাশি রাশি ধান আর ফসল। ধনো ধান্যে পুষ্পে ভরা মোদের এই দেশ।
- ৪. গৌধুলিতে ধান ক্ষেতের পাশে এসে তাদের সাথে সুখ দুঃখ শেয়ার করি। সে সময়টা তারাও আমাকে বন্ধু ভেবে কাছে টেনে নেয়।
- ৫. প্রকৃতির মায়ায় আবদ্ধ হতে চান? তাহলে আমার দেশের সোনালী ধানের ক্ষেতে একটি বার আসুন, এসে চুপটি করে তাদের পানে চেয়ে থাকুন। দেখবেন কখন যেনো তাদের মায়ায় আবদ্ধ হয়ে গেলেন বুঝতেই পারবেন না, কারণ এটা প্রকৃতির মায়া।
- ৬. সবুজ আর সোনালী ধানকে দেখলেই দেশের প্রতি ভালোবাসা আর প্রেম আরো বেড়ে যায়। এটি আমাদের দেশের গৌরবের একটি অংশ।
- ৭. ধানের ক্ষেতে ঘুমানোর কি কোন সুযোগ আছে কি? দেশের প্রতি ভালোবাসা আমাকে বলছে তাদের আরো কাছে টেনে নিতে, আপন করে নিতে।
- ৮. চাষী ভাইদের ধান ফলানোর জন্যেই আমরা উপভোগ করতে পারি ধানের মায়া।
বন্ধুরা এই ছিল আপনাদের জন্য ৮+ ধান ক্ষেত নিয়ে উক্তি/ডায়লগ। ধান ক্ষেত নিয়ে আপনাদের কোনো অনুভূতি থাকলে আমাদের সাথে শেয়ার করবেন। আর্টিকেলটা মূলত এই পর্যন্ত থাকলো, আল্লাহ হাফেজ।