আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালোই আছেন। নতুন একটি আর্টিকেল নিয়ে চলে আসলাম আবারও। আমাদের সবার বাড়িতেই কিন্তু বিদ্যুৎ রয়েছে। এক্ষেত্রে নিশ্চই আমরা সকলে বিদ্যুৎ বিল এর সাথে পরিচিত। কিন্তু আপনি কি আপনার বাড়ির বিদ্যুৎ বিল এর হিসাব সঠিকভাবে করতে পারেন? অনেকেই বলবে পারি আবার অনেকে বলবে না আমি তো এর নিয়ম জানিনা। লজ্জার কিছু নেই অধিকাংশ লোকেরাই আসলে জানেনা কিভাবে বিদ্যুৎ বিল চেক করতে হয়।
বিদ্যুৎ বিল হিসাব করতে না পারার ফলে আমাদের বিল সম্পর্কিত নানান সমস্যার মুখে পড়তে হয়। কিন্তু যদি আপনি নিজেই বিল এর হিসাব করতে পারেন তাহলে এই সমস্যাটি হবে না। আর তাই আজকের আর্টিকেল এ আমরা বিদ্যুৎ বিল চেক করার নিয়ম সম্পর্কে জানবো। আশা করি আর্টিকেলটা পড়লে আপনারাও সহজে আপনাদের বাড়ির বিদ্যুৎ এর বিল চেক বা হিসাব করতে পারবেন।
বিদ্যুৎ বিল চেক করার বা হিসাব করার নিয়মঃ
বিদ্যুৎ বিল হিসাব করার পূর্বে আপনার জেনে নিতে হবে আবাসিক পর্যায়ে প্রতি ধাপের ইউনিট এর জন্য কত টাকা এনার্জি চার্জ করা হয়। চলুন নিচে আমরা ইউনিট প্রতি চার্জ এর পরিমাণ জেনে নেই।
প্রথম ধাপ – ০-৭৫ ইউনিট এর ক্ষেত্রে চার্জ = ৪.১৯ টাকা*
দ্বিতীয় ধাপ – ৭৬-২০০ ইউনিট এর ক্ষেত্রে চার্জ = ৫.৭২ টাকা*
তৃতীয় ধাপ – ২০১-৩০০ ইউনিট এর ক্ষেত্রে চার্জ = ৬.০০ টাকা*
চতুর্থ ধাপ – ৩০১-৪০০ ইউনিট এর ক্ষেত্রে চার্জ = ৬.৩৪ টাকা*
পঞ্চম ধাপ – ৪০১-৬০০ ইউনিট এর ক্ষেত্রে চার্জ = ৯.৯৪ টাকা*
ষষ্ঠ ধাপ – ৬০০ ইউনিটের ঊর্ধ্বে চার্জ = ১১.৬৪ টাকা*
প্রত্যেক গ্রাহকের বিদ্যুৎ বিল কাগজের এক পার্শ্বে Sanctioned Load থাকে, যার ওপরে ডিমান্ড চার্জ অরপ করা হয় থেকে।
হিসাব পদ্ধতিঃ
আপনার বিদ্যুৎ বিলের কাগজের টোটাল ইউনিট কত সেটা দেখুন। উদাহরণ স্বরূপ ধরুন ২৩৭ আপনার ইউনিট, চলুন এটা দ্বারা আমরা বিলের হিসাব বের করা শিখি।
প্রথম ধাপে ৭৫ ইউনিট এর জন্য আমাদের ৭৫ কে চার্জ দ্বারা গুন করতে হবে।
৭৫*৪.১৯ = ৩১৪.২৫ টাকা
দ্বিতীয় ধাপের ৭৬-২০০ অর্থাৎ ১২৫ ইউনিট এর জন্য আমাদের ১২৫ কে এনার্জি চার্জ দ্বারা গুন করতে হবে।
১২৫*৫.৭২ = ৭১৫ টাকা
তাহলে ৭৫ আর ১২৫ সর্বমোট ২০০ ইউনিট হয়ে গেলো। বাকি আছে ৩৭ ইউনিট।
তাই তৃতীয় ধাপে ৩৭ ইউনিট কে এনার্জি চার্জ দ্বারা গুন করতে হবে।
৩৭*৬ = ২২২ টাকা
তাহলে ৩১৪.২৫+৭১৫+২২২, সমান হচ্ছে ১২৫১.২৫ টাকা। এই ১২৫১.২৫ টাকা হলো আপনার এনার্জি চার্জ।
এনার্জি চার্জ এর সাথে আমাদের যোগ করতে হবে ডিমান্ড চার্জ। যা প্রতি KW এর জন্য ৩০ টাকা করে। ধরে নিলাম আমরা যে বিলের হিসাব করছি সেটার Snactioned Load হচ্ছে ৩, তাহলে ৩ kw * ৩০ সমান ৯০ টাকা।
এবার নিচের হিসাব লক্ষ করুনঃ
(এনার্জি চার্জ + ডিমান্ড চার্জ + ভ্যাট) = টোটাল বিল
টোটাল বিলঃ ১২৫১.২৫ + ৯০ + ৫% = ১৩৪১.২৫ টাকা, ৫% ভ্যাট যোগ করলে ৬৮ টাকা।
তাহলে ১৩৪১.২৫ + ৬৮ ভ্যাট = ১৪০৯ টাকা।
হুবহু প্রক্রিয়া অনুসরণ করে আপনি আপনার বিদ্যুৎ বিলের হিসাবটি বের করতে পারবেন। আর্টিকেলটা শেষ করছি এইটুকুতেই, আল্লাহ হাফেজ।