জীবন রক্ষাকারী টিপস : মিনারেল ড্রিংকিং ওয়াটার ক্রয় করার পূর্বে যে সকল জিনিস অবশ্যই দেখে নেবেন

পানির অপর নাম জীবন। পানি আমরা কমবেশি সবাই খাই। কারণ আমাদের দেহের অনুপাতে কমবেশি পানি সকলের প্রয়োজন । অতিরিক্ত পানি খাওয়াটাও দেহের জন্য অনেক সময় ক্ষতিকর হতে পারে তবে। প্রাপ্ত বয়স্কদের জন্য পানি খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেহের 70 শতাংশই পানি। কিন্তু তার পরেও আমরা কম বেশি পানি পান করার মাধ্যমে দেহের পানির ঘাটতি পূরণ করি। বলা হয়ে থাকে যে যদি কোন মানুষের দেহে 15% পানির অভাব দেখা দেয় তাহলে তখন সেই মানুষ ডিহাইড্রেশনে ভোগেন।

তবে অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে কোন খানে পানির তৃষ্ণা পেলে আমরা সচরাচর দোকান থেকে মিনারেল ড্রিংকিং ওয়াটার কিনে খাই। তবে সকল মিনারেল ড্রিংকিং ওয়াটার আমাদের জন্য সেইফ নাও হতে পারে ।

আর সেই কারণেই আজকে আমাদের এই আর্টিকেলে আমরা দেখাবো কোন মিনারেল ড্রিংকিং ওয়াটার এর বোতলে কোন কোন মিনারেল উপাদান গুলো কোন পরিমাণে থাকলে পারে সেটি আপনার জন্য সেইফ হবে।

সচরাচর আপনারা পানির বোতলের সাথেই দেখতে পাবেন কতটুকু মিনারেল উপাদান পানিতে উপস্থিত রয়েছে।

আদর্শ মিনারেল ড্রিংকিং ওয়াটার এ যে সকল মিনারেল উপাদান যে পরিমাণে থাকা উচিত তা হলঃ

টি ডি এস এর পরিমাণ হবে 17 মিলিগ্রাম / লিটার।

পি এইচ ডি এর পরিমাণ 6.4 থেকে 7.4।

আর্সেনিকের পরিমাণ হবে শূন্য।

কেডিয়াম এর পরিমাণ হবে শূন্য।

লিড এর পরিমান হবে শূন্য ।

ক্লোরাইড এর পরিমাণ হবে 2.13 মিলিগ্রাম / লিটার

নাইট্রোজেন, নাইট্রাইট , নাইট্রেট ও সায়ানাইড এর পরিমাণ হবে শূন্য।

আয়রনের পরিমাণ হবে 0.5 মিলিগ্রাম / লিটার। টোটাল হার্ড নেস এর পরিমাণ হবে 1.5 মিলিগ্রাম/ লিটার

এবং ক্যালসিয়ামের পরিমাণ হবে 0.2 মিলিগ্রাম/ লিটার।

এছাড়াও মিনারেল ড্রিংকিং ওয়াটার বোতল ক্রয় করার সময় অবশ্যই বোতলজাতকরণ মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি দেখে নিয়ে ক্রয় করবেন।

তবে আরেকটি জিনিস অবশ্যই মনে রাখবেন। সেটি কোন ধরনের মোটা প্লাস্টিকের বোতলে পানি খাওয়া আপনার জন্য হতে পারে ক্ষতিকর।

সেজন্য বর্তমানে বিভিন্ন ড্রিংকিং ওয়াটার এর বোতল তৈরি করা হয় পাতলা প্লাস্টিক দিয়ে।

বোতলের একদম তলাতে দেখুন তিনকোনা একটি চিহ্নের মধ্যে 1 লেখা আছে কি না। যদি থাকে তাহলে সেই বোতলের পানি আপনার জন্য 100 ভাগ নিরাপদ।

সুতরাং এখন থেকে পানির বোতল ক্রয় করার পূর্বে অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবেন। কারণ পানির অপর নাম জীবন এবং আপনি অবশ্যই আপনার জীবনকে কোন ধরনের ক্ষতির সম্মুখীন হতে দেবেন না।

আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করে ঘরের ভেতরেই থাকুন।

ধন্যবাদ…

Related Posts

9 Comments

মন্তব্য করুন